AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee Narendra Modi: বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন, শুক্রবার একই মঞ্চে মোদী-মমতা

Mamata Banerjee Narendra Modi: বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন সহ রয়েছে একাধিক কর্মসূচি। গঙ্গাবঙ্গে পোর্ট ট্রাস্টের জাহাজে গঙ্গা পরিষদের বৈঠকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের।

Mamata Banerjee Narendra Modi: বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন, শুক্রবার একই মঞ্চে মোদী-মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী
| Edited By: | Updated on: Dec 29, 2022 | 9:56 AM
Share

কলকাতা: শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন সহ রয়েছে একাধিক কর্মসূচি। গঙ্গাবঙ্গে পোর্ট ট্রাস্টের জাহাজে গঙ্গা পরিষদের বৈঠকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের। তার আগে হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস এবং জোকা-তারাতলা মেট্রোর সূচনা করবেন প্রধানমন্ত্রী। সেখানেই আমন্ত্রিত মুখ্যমন্ত্রী। আমন্ত্রিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। হাওড়া স্টেশনে একমঞ্চে  দেখা যাবে মোদী-মমতাকে। শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ রেলওয়ে কর্তৃপক্ষের। হাওড়া স্টেশনে অনুষ্ঠানে আমন্ত্রিত শুভেন্দু অধিকারিও। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে মধ্যমণি প্রধানমন্ত্রী মোদী। মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের।

৩০ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে মধ্যমণি প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক ওই বৈঠকে মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন তিনি ওই বৈঠকে যোগ দেবেন। কিন্তু ওই বৈঠকের আগে হাওড়া স্টেশনে বন্দে ভারত এর যাত্রা শুরুর অনুষ্ঠানেও মমতাকে মোদীর পাশে দেখা যায় কিনা তা নিয়ে যথেষ্ট জল্পনা চলছে। রেল মন্ত্রকের তরফে মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে রাজ্য প্রশাসনের একটি সূত্রের দাবি।

শুক্রবার হেলিপ্যাড থেকে গাড়িতে হাওড়া স্টেশন পৌঁছবেন নরেন্দ্র মোদী।  সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বন্দে ভারত সহ একাধিক রেল প্রকল্প উদ্বোধনের কর্মসূচি রয়েছে। ১১টা ১০মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য দেবেন প্রধানমন্ত্রী।  ১১টা ৩৫ মিনিটে ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুপুর একটা থেকে দুটোর মধ্যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা। এরপর আইএনএস সুভাষ থেকে আরসিটিসি হেলিপ্যাডে রওনা। বেলা ২টোয় হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে রওনা। ২টো ১৫ মিনিটে কলকাতা থেকে দিল্লি রওনা দেবেন প্রধানমন্ত্রী।