AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata on Amitabh: কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে কি আসছেন না অমিতাভ? মমতা আমন্ত্রণ জানাতেই বিগ বি বললেন…

CM Mamata Banerjee: এ দিন, বিয়েবাড়ি থেকে কলকাতা ফেরার পর মুখ্যমন্ত্রী বলেন, "অমিতজির সঙ্গে দেখা হয়েছিল। ওনাকে ফের আসতে বলেছি। যদিও উনি দেখা হলেই বলেন, কী করব গিয়ে। সব ভাষণ তো দিয়েই দিয়েছি। আমি বলি ভাষণ দিয়েছেন ঠিক আছে।"

Mamata on Amitabh: কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে কি আসছেন না অমিতাভ? মমতা আমন্ত্রণ জানাতেই বিগ বি বললেন...
মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিতাভ বচ্চনImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jul 13, 2024 | 7:35 PM
Share

কলকাতা: নিমন্ত্রণ পেয়েছিলেন। সেই মতো মুম্বই রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত হয়েছিলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে। সেখানে গিয়ে বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন সহ একাধিক দেশ-বিদেশের তারকার সঙ্গে দেখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার কলকাতা ফিরে সে কথাই জানালেন নিজেই। সঙ্গে আগামী ফিল্ম ফেস্টিভ্যালে অমিতাভকে আমন্ত্রণ জানিয়েছেন সে কথাও বলে দিলেন মুখ্যমন্ত্রী। তবে আদৌ কি অমিতাভ আসছেন কলকাতা?

এ দিন, বিয়েবাড়ি থেকে কলকাতা ফেরার পর মুখ্যমন্ত্রী বলেন, “অমিতজির সঙ্গে দেখা হয়েছিল। ওনাকে ফের আসতে বলেছি। যদিও উনি দেখা হলেই বলেন, কী করব গিয়ে। সব ভাষণ তো দিয়েই দিয়েছি। আমি বলি ভাষণ দিয়েছেন ঠিক আছে। কবিতা বলুন। তবে আপনার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। জাভেদ আখতারের সঙ্গেও দেখা হয়েছে। শাখরুখের সঙ্গে দেখা হয়নি। শচিনের সঙ্গে দেখা হয়েছে।”

এছাড়াও মুম্বই গিয়ে মুখ্যমন্ত্রী শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেছেন সে কথাও জানান তিনি। মমতা বলেছেন, “শরদ পাওয়ার আমার দীর্ঘদিনের পরিচিত। দীর্ঘদিন রাজনীতি করছি। এখন নতুন যাঁরা রাজনীতিতে এসেছেন তাঁদের সকলকে না চিনলেও গোটা ভারতের পুরনোদের সকলে চিনি। শারদজি অনেক পুরনো লোক। মুম্বই গিয়েছি দেখা করব না এটা হতে পারে না। দেখাও হল। দুটো কথাও হল।”