স্বাস্থ্য সচিবের কথা শুনেই মমতা বললেন, ‘কাজ করতে হবে না, বাড়ি গিয়ে ঘুমোক’
Mamata Banerjee: স্বাস্থ্য সাথীর নামে ভুয়ো চিকিৎসা করানোর যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গ তুলে মমতা এদিন জানতে চান, কী ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরে সচিব জানিয়েছেন, বেশ কিছু নার্সিং হোম ও কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কলকাতা: আরজি কর কাণ্ডের পর স্বাস্থ্য দফতর নিয়ে অনেক কাটাছেঁড়া হয়েছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে সরানোর দাবি উঠেছে, তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন স্বাস্থ্য সচিবকে সরানো হবে না। এবার নবান্নে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়লেন সেই স্বাস্থ্য সচিব।
বৃহস্পতিবার সব দফতরের কাজ নিয়ে প্রশ্ন তোলেন মমতা। স্বাস্থ্য সচিবকে বলেন, “মেডিক্যালে এখনও রেফারেল হচ্ছে কেন?” মমতার প্রশ্নের উত্তরে স্বাস্থ্য সচিব জানান, আগে ৭ শতাংশ হচ্ছিল, এখন কমে ৩ শতাংশ হচ্ছে। কিন্তু, ৩ শতাংশই বা হবে কেন, সেই প্রশ্ন তোলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “যারা করছে, তাদের বল, কাজ করতে হবে না, বাড়ি গিয়ে ঘুমোক।”
স্বাস্থ্য সাথীর নামে ভুয়ো চিকিৎসা করানোর যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গ তুলে মমতা এদিন জানতে চান, কী ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরে সচিব জানিয়েছেন, বেশ কিছু নার্সিং হোম ও কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই তালিকা তুলে দেওয়া হয়েছে বলেও জানান সচিব।
এছাড়াও রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোর কথাও জানতে চান মমতা। সেগুলিতে মনিটরিং হয় কি না, তার কী প্রক্রিয়া চলে, তা জানতে চান মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, নিয়মিত মনিটরিং করা হয়। আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।