আমি সঠিক অর্থে সেকুলার, সবাই বলে আমি অ্যাপিজমেন্ট করি: মমতা

এদিন দুর্গা অঙ্গনের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় মমতার গায়ে ছিল চাদর। মুখ্যমন্ত্রী বলেন, আজ গায়ে চাদর দিয়ে এসেছি। কারণ হিন্দু রীতিতে পুজোর সময় মহিলারা গায়ে কাপড় দেন। মাথায় ঘোমটা দেন। এটাই রীতি।"

আমি সঠিক অর্থে সেকুলার, সবাই বলে আমি অ্যাপিজমেন্ট করি: মমতা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 29, 2025 | 7:22 PM

কলকাতা: সংখ্যালঘু তোষণ নিয়ে বারবার আক্রমণের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইদের নমাজে বা রোজার ইফতারে কেন যান মুখ্যমন্ত্রী, তা নিয়ে কটাক্ষ করে থাকেন বিরোধী দলের নেতা-নেত্রীরা। বিধানসভা নির্বাচনের আগে সেই মমতা বন্দ্যোপাধ্যায় পরপর মন্দিরের শিলান্যাস করছেন। চলতি বছরের শুরুর দিকে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস। সামনেই মহাকাল মন্দিরেরও শিলান্যাস হওয়ার কথা। সোমবার নিউ টাউনের মঞ্চে দাঁড়িয়ে মমতা বললেন, ‘আমিই সঠিক অর্থে সেকুলার’। নিরপেক্ষ মানসিকতার ব্যাখ্যাও দিলেন তিনি।

বিরোধীদের অভিযোগের কথা উল্লেখ করে মমতা এদিন বলেন, “অনেকে বলে আমি তোষণ করি। আমি তোষণ করি না। আমি সঠিক অর্থে সেকুলার। আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। সব ধর্মকে ভালবাসি। এমন কোনও ধর্ম দেখাতে পারবেন না, যাদের অনুষ্ঠানে আমি যাই না।” মমতা আরও বলেন, “গুরুদোয়ারায় গেলে মাথা ঢেকে যাই। তাতে কেউ আপত্তি করেন না। রোজায় গেলে এত আপত্তি কেন?”

এদিন দুর্গা অঙ্গনের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় মমতার গায়ে ছিল চাদর। মুখ্যমন্ত্রী বলেন, আজ গায়ে চাদর দিয়ে এসেছি। কারণ হিন্দু রীতিতে পুজোর সময় মহিলারা গায়ে কাপড় দেন। মাথায় ঘোমটা দেন। এটাই রীতি।”

মন্দির তৈরিতেও কেউ কেউ রাজনীতি দেখছেন। তবে এদিন মমতা স্পষ্ট করে দিয়েছেন, ইউনেস্কোর তরফে বাংলার দুর্গা পূজাকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটা সংরক্ষিত করার জন্যই এই উদ্যোগ। পাশাপাশি এটি তৈরি হলে, কর্মসংস্থান বাড়বে, বহু মানুষের আয় বাড়বে বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।