Durga Angan: ‘টেন্ডার ফাইনাল’, দুর্গা অঙ্গনের জমি বদলের কারণও বুঝিয়ে দিলেন মমতা
Mamata Banerjee: কয়েক মাস আগেই এই উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন। আজ সোমবার নিউ টাউনে সেই দুর্গা অঙ্গনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই তাঁর প্রশাসনিক আধিকারিকদের দিকে তাকিয়ে মমতা বললেন, 'টেন্ডার হয়েছে তো?'

কলকাতা: গত কয়েক বছরে দুর্গাপুজো নিয়ে বাঙালির আবেগ এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণ্ডপে গিয়ে চক্ষুদান করা থেকে শুরু করে, পুজো শেষে কার্নিভাল। একের পর এক উদ্যোগ। আর এবার আস্ত এক মন্দির। মন্দির বললে ভুল হবে। এটি দুর্গা অঙ্গন, শাসক দল বলছে ‘দুর্গাপীঠ’। ঘোষণার পর থেকেই এই মন্দির নিয়ে বিতর্ক তুঙ্গে। বিরোধীদের সব প্রশ্নের জবাব দিলেন খোদ মমতাই।
দুর্গা অঙ্গনের টেন্ডার হয়েছে?
কয়েক মাস আগেই এই উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন। আজ সোমবার নিউ টাউনে সেই দুর্গা অঙ্গনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই তাঁর প্রশাসনিক আধিকারিকদের দিকে তাকিয়ে মমতা বললেন, ‘টেন্ডার হয়েছে তো? ফাইনাল হয়ে গিয়েছে তো?’ মঞ্চে বসেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। ছিলেন, উপদেষ্টা হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি উঠে উত্তর দেন ‘হ্যাঁ’। এরপর মমতা বলেন, ‘আজ কাজ শুরুর পালা।’
এই দুর্গা অঙ্গন নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, টেন্ডারই হয়নি। এই প্রজেক্ট আসলে ভুয়ো। টেন্ডারও হয়নি, ওয়ার্ক অর্ডারও নেই। এদিন সেই অভিযোগ কার্যত নস্যাৎ করে দিলেন মমতা।
জমি বিতর্ক
দুর্গা অঙ্গনের জমি নিয়েও কম বিতর্ক হয়নি। প্রথমে অন্য জায়গায় মন্দির তৈরি করার কথা হলেও, পরে সেই স্থান পরিবর্তন হয়। নিউ টাউনে ইকোপার্কের কাছে, নিউ টাউন বাসস্ট্যান্ডের উল্টোদিকে জমি চিহ্নিত করা হয়েছে। এই নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন। শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, স্বাস্থ্য ভবনের জায়গা প্রথমে বেছে নেওয়া হয়েছিল, পরে তা তুলে শিল্পের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সংখ্যালঘুদের কথায় জায়গা সরানো হয়েছে, এমন দাবিও করেছিলেন শুভেন্দু।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জানান, আগে যে জায়গাটা দেখা হয়েছিল, সেটি ১২ একরের। মমতা বলেন, “পরে ভাবলাম যদি করতেই হয়, তাহলে ভাল করে করা দরকার। তাই এই জমিটি নেওয়া হয়েছে। এটি ১৭.২৮ একর।”
