‘কেউ দুষ্টুমি করলে আমিও দুষ্টু-মিষ্টি মেডিসিন দিই’, বললেন মমতা

এদিন মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, নীতি আয়োগের ২০২২-২৩ এর রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গ ৪০ শতাংশ বেকারত্বের হার কমিয়ে দিয়েছে। তিনি আরও জানান, রফতানি ১ লক্ষ ১৫ হাজার কোটি ছাড়িয়েছে। রেজিস্টার্ড কোম্পানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি মমতার।

কেউ দুষ্টুমি করলে আমিও দুষ্টু-মিষ্টি মেডিসিন দিই, বললেন মমতা
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 17, 2025 | 6:25 PM

কলকাতা: বুধবার বিকেলে ব্যবসায়ীদের সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মূলত ব্যবসা নিয়েই কথা হচ্ছিল। রাজ্য়ে ক্ষমতায় আসার পর কী কী উন্নয়নমূলক কাজ করেছেন, ব্যবসায়ীদের স্বার্থে তৃণমূল সরকার কতটা তৎপর, সরকারি কর্মীদের তিনি কী সুবিধা দিয়েছেন, সবটাই এদিন শোনা যায় মমতার মুখে। এরই মধ্যে হঠাৎ বলে ওঠেন, কেউ ‘দুষ্টুমি’ করলে, কীভাবে সমস্যার সমাধান করেন তিনি।

এদিন মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, রাজ্যে বনধের সংস্কৃতি বন্ধ করতে ঠিক কী ব্যবস্থা নিয়েছেন তিনি। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের কেউ দুষ্টুমি করলে, আমিও দুষ্টু-মিষ্টি মেডিসিন দিয়ে প্রবলেম সলভ করি। চেষ্টা করি অন্তত।”

উল্লেখ্য, মঙ্গলবারই যুবভারতীর ঘটনার তদন্তের স্বার্থে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েছেন তিনি। গত সপ্তাহে লিওনেল মেসির উপস্থিতিতে যুবভারতীতে যে বিশৃঙ্খলার ছবি দেখা যায়, তার দায় ক্রীড়ামন্ত্রীর দিকে ঠেলেন বিরোধীরা। কারণ ঘটনার সময় মেসির পাশেই ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিস্থিতি এমন হয় যে খোদ মুখ্যমন্ত্রীকে মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে যেকে হয়। তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট দেওয়ার পরই পদ থেকে সরে যান অরূপ। এছাড়া ওই কমিটির সুপারিশে শোকজ করা হয়েছে, বরাবর মমতার আস্থাভাজন অফিসার হিসেবে পরিচিত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও। তবে এদিন মমতার মুখে সেই সব ঘটনার কোনও উল্লেখ শোনা যায়নি।