OBC Reservation: ‘একে তো মানুষ পায় না…’, OBC তালিকা নিয়ে ধাক্কা খাওয়ার পর মুখ খুললেন মমতা
OBC certificate: বিরোধীদের দিকে আঙুল তুলে মমতা বলেন, "সিপিএম আর বিজেপি কখনই চায় না ওবিসি সংরক্ষণ হোক। এটা পিছিয়ে পড়া মানুষদের জন্য ওই সংরক্ষণ।"

কলকাতা: রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে ফের ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্য়ের তৈরি করা নতুন তালিকায় মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ, বুধবার সেই ওবিসি ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই বিষয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা উল্লেখ করেন, হাইকোর্টের নির্দেশ মেনেই তালিকা তৈরি করা হয়েছিল। কারও শিক্ষা বা চাকরি কেড়ে নেওয়া উচিত না বলেও মন্তব্য করেছেন তিনি।
২০১০ সালের পর দেওয়া সব ওবিসি সংশাপত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট। পরে রাজ্য নতুন তালিকা তৈরি করেছে। এবার সেই তালিকা নিয়েও উঠেছে প্রশ্ন। হাইকোর্টে নতুন মামলা হওয়ার পর ওই তালিকায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে, স্কুল-কলেজে ভর্তি থেকে চাকরিতে নিয়োগ- সব ক্ষেত্রেই জটিলতা আরও বেড়েছে।
এদিন মমতা বলেন, “এখনও চূড়ান্ত রায় আসেনি। আদালত একটা পরামর্শ দিয়েছে। আমরা অর্ডারটা পেয়েছি। লিগাল টিম স্টাডি করছে। সুপ্রিম কোর্টের কাছে তিন মাস সময় নিয়েছিলাম। পুরো কাজটা ওবিসি কর্পোরেশন করেছে। হাইকোর্টের প্রাক্তন বিচারপতিও আছেন সেখানে।”
এরপরই বিরোধীদের দিকে আঙুল তুলে মমতা বলেন, “সিপিএম আর বিজেপি কখনই চায় না ওবিসি সংরক্ষণ হোক। এটা পিছিয়ে পড়া মানুষদের জন্য ওই সংরক্ষণ।” তাঁর প্রশ্ন, “৩৩ শতাংশের অধিকার কীভাবে কাড়ব? চাকরি-শিক্ষা সব কাড়তে হবে? একে তো মানুষ পায় না। একটা করে বাধা দিচ্ছেন।”
মমতা মনে করিয়ে দিয়েছেন, ভিপি সিং প্রধানমন্ত্রী থাকাকালীন যখন ওবিসি সংরক্ষণ তৈরি হয়, তখন বিজেপিও ভিপি সিং-এর সঙ্গে ছিলেন। এভাবে পিছিয়ে পড়া মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

