Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘হাতের পাঁচটা আঙুল সমান হয় না’, সন্দেশখালি নিয়ে বললেন মমতা

Mamata Banerjee: এদিন মমতা বলেন, বিরোধীরা সবসময় তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে। মমতা বলেন, "কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে মহিলারা নাকি সবথেকে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি এখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। বিহারে বিচার হয় না, ইউপিতে বিচার হয় না, রাজস্থানে বিচার হয় না। মণিপুরে মহিলারা জ্বলছিল কোথায় ছিলেন বিজেপি নেতারা?"

Mamata Banerjee: 'হাতের পাঁচটা আঙুল সমান হয় না', সন্দেশখালি নিয়ে বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2024 | 8:07 PM

কলকাতা: ধর্মতলার মঞ্চ থেকে সন্দেশখালি নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নারী দিবসের প্রাক্কালে কলকাতায় মিছিল করে মহিলা তৃণমূল। সেই মিছিলের পুরোভাগে ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখান থেকেই তিনি বলেন, অনেকে সন্দেশখালি নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে। মমতার কথায়, “সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। সন্দেশ মানে হিন্দিতে বলে সংবাদ।”

এরপরই মমতার সংযোজন, “যেভাবে কয়েকটা ঘটনা নিয়ে…। হতেই পারে। হাতের পাঁচটা আঙুল তো সমান নয়। কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না। যদি কোনও কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে এলে অ্যাকশন নিই। তৃণমূলের কর্মীদের গ্রেফতার করতে কার্পণ্য বোধ করি না।”

এদিন মমতা বলেন, বিরোধীরা সবসময় তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে। মমতা বলেন, “কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে মহিলারা নাকি সবথেকে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি এখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। বিহারে বিচার হয় না, ইউপিতে বিচার হয় না, রাজস্থানে বিচার হয় না। মণিপুরে মহিলারা জ্বলছিল কোথায় ছিলেন বিজেপি নেতারা? আপনারা নারী সম্মানের কথা বলেন, সাক্ষী জলজ্যান্ত প্রমাণ। একজন বক্সার ও।” এদিন সন্দেশখালির মহিলারাও এসেছিলেন এই সভায়। মমতা বলেন, ১০ মার্চ ব্রিগেডে গর্জন সভায় রাজনৈতিক টর্নেডো আনতে হবে।

এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “উনি যে সত্য বলতে জানেন না, অসত্য বলেন আজ আরও একবার সেটা আবারও স্পষ্ট হল। উনি ব্যবস্থা নিতে কার্পণ্য করেন না আজ ৭ মার্চ। অথচ বিধানসভায় যা বলেছিলেন মিলছে তার সঙ্গে কথা? দলটাই লুঠেরাদের।”