Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: মমতাদের জনগর্জনে এল ৬,৫৮৪ বাস, ভাড়া কত?

TMC: নির্বাচনের আগে দলীয় কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করত জনগর্জনের মঞ্চ থেকে ভোকাল টনিক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়রা। আর তা শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকরা এসে ভিড় করেছিলেন ব্রিগেডে। শুধু কলকাতা ও শহরতলিই নয়, দূরবর্তী জেলাগুলি থেকেও প্রচুর মানুষ এসেছিলেন। তৃণমূল সূত্রে খবর, ছোট-বড় মিলিয়ে আজ মোট ৬ হাজার ৫৮৪টি বাস এসেছে।

TMC: মমতাদের জনগর্জনে এল ৬,৫৮৪ বাস, ভাড়া কত?
তৃণমূলের জনগর্জন সভাImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2024 | 10:07 PM

কলকাতা: লোকসভা ভোটের মুখে এই রবিবারটা ছিল তৃণমূলের শক্তি প্রদর্শনের দিন। ব্রিগেডের মাঠে জনগর্জনের দিন। নির্বাচনের আগে দলীয় কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করত জনগর্জনের মঞ্চ থেকে ভোকাল টনিক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়রা। আর তা শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকরা এসে ভিড় করেছিলেন ব্রিগেডে। শুধু কলকাতা ও শহরতলিই নয়, দূরবর্তী জেলাগুলি থেকেও প্রচুর মানুষ এসেছিলেন। তৃণমূল সূত্রে খবর, ছোট-বড় মিলিয়ে আজ মোট ৬ হাজার ৫৮৪টি বাস এসেছে।

তৃণমূল সূত্রে খবর, দলের কেন্দ্রীয় তহবিল নয়, বরং স্থানীয় স্তরে দলীয় নেতৃত্বই এই বাসভাড়ার খরচ বহন করেছে। দলীয় সূত্রে খবর, কলকাতার বাসগুলির ভাড়া আড়াই থেকে তিন হাজার টাকা। অন্যদিকে জেলার বাসগুলির ভাড়া ১০-১২ হাজার টাকা। সংশ্লিষ্ট অঞ্চলের তৃণমূল নেতৃত্বের তরফেই এই খরচ বহন করা হচ্ছে। এই খরচের সঙ্গে দলের কেন্দ্রীয় তহবিলের কোনও যোগ নেই বলেই তৃণমূলের ওই সূত্র মারফত জানা যাচ্ছে।

উল্লেখ্য, ব্রিগেডে অতীতেও যখনই কোনও বড় সমাবেশ হয়েছে, তখনও এই একইভাবে ভিড় উপচে পড়েছে ব্রিগেডের ময়দানে। শুধু ব্রিগেডের সমাবেশ বলেই নয়, অতীতে তৃণমূলের একুশে জুলাইয়ের সভাকে কেন্দ্র করেও দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে একই ধরনের উদ্দীপনা দেখা গিয়েছে। আর এবার সামনে লোকসভা নির্বাচন। তার ঠিক আগেই ব্রিগেডের ময়দান থেকে মমতা-অভিষেকদের এই জনগর্জন সভায় ভিড় যে উপচে পড়বেই, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনি। গতকাল থেকেই অনেক দূরবর্তী এলাকার নেতা-কর্মী-সমর্থক পৌঁছে গিয়েছিলেন কলকাতায়। আর আজ বেলা গড়াতেই কার্যত জনপ্লাবনের আকার নেয় ব্রিগেডের ময়দান।