Recruitment Case: চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন মমতা, জানিয়ে দিলেন দিনক্ষণ
Mamata Banerjee: প্রায় ২৬০০০ শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। একাধিক স্কুলে শিক্ষকের অভাব রয়েছে, তার মধ্যে চাকরি বাতিল হওয়ায় সমস্যায় পড়েছে একাধিক স্কুল। এবার মানবিকভাবে চাকরিহারাদের পাশে দাঁড়ানোর কথা বললেন মমতা।

কলকাতা: সুপ্রিম রায়ে ২৬০০০ শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, ‘এই রায় মানতে পারছি না।’ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মানবিকভাবে চাকরিহারাদের পাশে থাকতে চান তিনি। এমনকী চাকরিহারাদের সঙ্গে দেখাও করবেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বসে মমতা জানান, যাঁদের চাকরি বাতিল করা হয়েছে, তাঁদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে একটি আবেদন জানানো হয়েছে। তাঁরা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে। মুখ্যমন্ত্রী বলেন, “আমি যদি সেখানে উপস্থিত থাকি, তাহলে তারা খুশি হবে। আমি ৭ এপ্রিল ইন্ডোর স্টেডিয়ামে তাদের কাছে যাব। তাদের কথা শুনব। শুনতে তো কোনও দোষ নেই। তাদে বলব, ধৈর্য হারাবেন না। মানসিক চাপ নেবেন না।”
এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় আরও বলেন, “মানবিকতার খাতিরে পাশে দাঁড়ালাম বলে বিজেপি যদি আমাকে জেলে ঢোকাবে মনে করে। তাহলে তাদের আমি স্বাগত জানাচ্ছি। ক্য়াচ মি ইফ ইউ ক্যান।”
চাকরিহারাদের সম্পর্কে মমতা বলেন, ২৫ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে ঠিকই, তবে তাঁদের সঙ্গে যুক্ত আছেন কয়েক লক্ষ মানুষ। তাঁদের পরিবারের কী অবস্থা হবে, তা ভেবে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।





