e

নয়াদিল্লি ও কলকাতা: সোমবার বিকালে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। সঙ্গে থাকবেন অভিষেকও। আর তার আগেই মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মমতা। ইস্যু সেই বাংলা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন।
বাংলার ক্ষেত্রে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের গৃহিত পদ্ধতি জনপ্রতিনিধিত্ব আইন ও নির্বাচনী বিধির পরিপন্থী বলে অভিযোগ তুলেছেন তিনি। মাস কয়েক আগে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের টেবিলে এসআইআর-এর জেরে নিহত ব্যক্তিদের একটি তালিকা রেখে এসেছিল তৃণমূল। তাতে দেখা গিয়েছিল, সেই সময় মোট নিহতের সংখ্যা প্রায় ৪০ জন। কিন্তু মমতার পাঠানো চিঠিতে সেই নিহতের সংখ্য়া বেড়ে হয়েছে ১৪০ জন।
চিঠিতে তৃণমূল সুপ্রিমো লিখেছেন, ‘সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। ইতিমধ্যে ১৪০ জনের মৃত্য়ু হয়েছে।’ তাঁর আরও দাবি, ভারতের নির্বাচনী ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গে প্রায় ৮,১০০ মাইক্রো-অবজার্ভার মোতায়েন করা হয়েছে। যার কোনও আইনি ভিত্তি নেই বলেই অভিযোগ। বাংলায় নিবিড় পরিমার্জনের শুরু থেকেই ERO এবং AERO-দের হয়ে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। জ্ঞানেশ কুমারকে পাঠানো চিঠিতেও সেই প্রসঙ্গ তুলে ধরলেন তিনি। মমতার অভিযোগ, নির্বাচনী তালিকা সংশোধনের একমাত্র আইনগত ক্ষমতা ERO ও AERO-দের, অথচ তাদের ক্ষমতা খর্ব করা হচ্ছে।