e Mamata Banerjee: SIR-এ 'নিহত' ১৪০, বৈষম্যের শিকার বাংলা! জ্ঞানেশকে পাঠানো চিঠিতে দাবি মমতার - Bengali News | Mamata Banerjee Writes to CEC on Voter List Revision, to Visit EC Office on Monday | TV9 Bangla News

Mamata Banerjee: SIR-এ ‘নিহত’ ১৪০, বৈষম্যের শিকার বাংলা! জ্ঞানেশকে পাঠানো চিঠিতে দাবি মমতার

Mamata Banerjee Letters to ECI: বাংলায় নিবিড় পরিমার্জনের শুরু থেকেই ERO এবং AERO-দের হয়ে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। জ্ঞানেশ কুমারকে পাঠানো চিঠিতেও সেই প্রসঙ্গ তুলে ধরলেন তিনি। মমতার অভিযোগ, নির্বাচনী তালিকা সংশোধনের একমাত্র আইনগত ক্ষমতা ERO ও AERO-দের, অথচ তাদের ক্ষমতা খর্ব করা হচ্ছে।

Mamata Banerjee: SIR-এ নিহত ১৪০, বৈষম্যের শিকার বাংলা! জ্ঞানেশকে পাঠানো চিঠিতে দাবি মমতার
বাঁদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, ডানদিকে জ্ঞানেশ কুমারImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jan 31, 2026 | 9:00 PM

নয়াদিল্লি ও কলকাতা: সোমবার বিকালে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। সঙ্গে থাকবেন অভিষেকও। আর তার আগেই মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মমতা। ইস্যু সেই বাংলা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন।

মমতার চিঠিতে কী কী প্রসঙ্গ?

বাংলার ক্ষেত্রে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের গৃহিত পদ্ধতি জনপ্রতিনিধিত্ব আইন ও নির্বাচনী বিধির পরিপন্থী বলে অভিযোগ তুলেছেন তিনি। মাস কয়েক আগে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের টেবিলে এসআইআর-এর জেরে নিহত ব্যক্তিদের একটি তালিকা রেখে এসেছিল তৃণমূল। তাতে দেখা গিয়েছিল, সেই সময় মোট নিহতের সংখ্যা প্রায় ৪০ জন। কিন্তু মমতার পাঠানো চিঠিতে সেই নিহতের সংখ্য়া বেড়ে হয়েছে ১৪০ জন।

চিঠিতে তৃণমূল সুপ্রিমো লিখেছেন, ‘সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। ইতিমধ্যে ১৪০ জনের মৃত্য়ু হয়েছে।’ তাঁর আরও দাবি, ভারতের নির্বাচনী ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গে প্রায় ৮,১০০ মাইক্রো-অবজার্ভার মোতায়েন করা হয়েছে। যার কোনও আইনি ভিত্তি নেই বলেই অভিযোগ। বাংলায় নিবিড় পরিমার্জনের শুরু থেকেই ERO এবং AERO-দের হয়ে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। জ্ঞানেশ কুমারকে পাঠানো চিঠিতেও সেই প্রসঙ্গ তুলে ধরলেন তিনি। মমতার অভিযোগ, নির্বাচনী তালিকা সংশোধনের একমাত্র আইনগত ক্ষমতা ERO ও AERO-দের, অথচ তাদের ক্ষমতা খর্ব করা হচ্ছে।

  • এছাড়াও, অন্য কোনও রাজ্যে SIR চললেও সেখানে মাইক্রো-অবজারভার মোতায়েন হয়নি — পশ্চিমবঙ্গের সঙ্গে কেন বৈষম্য, প্রশ্ন তুলেছেন মমতা।
  • ত্রিপুরা ক্যাডারের চার জন IAS অফিসার-সহ মোট একাধিক পর্যবেক্ষক নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
  • চিঠিতে মমতা অভিযোগ তুলেছেন, কিছু পর্যবেক্ষক CEO অফিস থেকে বেআইনিভাবে ECI পোর্টালের নিয়ন্ত্রণ নিয়ে তথ্য বদলের চেষ্টা করছেন। যার মাধ্যমে যোগ্য় ভোটারদের নাম বাদ দিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
  • SIR প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে — চিঠিতে জ্ঞানেশ কুমারের কাছে সেই মর্মে তাৎক্ষণিক তদন্তের দাবি জানিয়েছেন মমতা।
  • সারা দেশে এক আইন থাকলেও পশ্চিমবঙ্গে ভিন্ন নিয়মে SIR চালানো হচ্ছে বলেও অভিযোগ তাঁর। যা আবার গণতন্ত্র ও মৌলিক অধিকারের পরিপন্থী।
  • নির্বাচন কমিশনের কাছে দ্রুত হস্তক্ষেপ করে জনগণের আস্থা ও মানবাধিকার রক্ষার আবেদন মুখ্যমন্ত্রীর।