‘মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন’
তাঁর থাকার জন্য বন্দোবস্ত করা হয়েছে আলাদা বাড়ির। সেখানেই তিনি রাত্রিযাপন করবেন বলে খবর।
মঙ্গলবার নন্দীগ্রামে কর্মিসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সূত্রের খবর অনুযায়ী বুধবারই এই কেন্দ্রে মনোনয়ন জমা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ সাড়ে ৩টে নাগাদ নন্দীগ্রামে (Nandigram) পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর থাকার জন্য বন্দোবস্ত করা হয়েছে আলাদা বাড়ির। সেখানেই তিনি রাত্রিযাপন করবেন বলে খবর। প্রসঙ্গত, এবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এখনও পর্যন্ত যা খবর, তাতে নন্দীগ্রামে প্রথমবারের জন্য প্রার্থী দিতে চলেছে সিপিআইএম-ও (CPIM)।
Published on: Mar 09, 2021 04:12 PM