
কলকাতা: সোমবার রাতের প্রবল বৃষ্টিতে জলের তলায় গোটা শহর। রাস্তা থেকে রেললাইন সর্বত্র একই অবস্থা। হাওড়া, শিয়ালদহের মতো স্টেশনেও জমেছে জল। ফলে, রেল পরিষেবায় বড় প্রভাব পড়েছে। মঙ্গলবার সকাল থেকে একাধিক লাইনের রেল পরিষেবা বাতিল। লোকাল ও দূরপাল্লার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পাম্প দিয়ে জল বের করার চেষ্টা করা হচ্ছে। বিপাকে পড়েছেন যাত্রীরা।
রেলের তরফ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, হাওড়া স্টেশন ইয়ার্ড, শিয়ালদহ সাউথ স্টেশন ইয়ার্ড, চিৎপুক নর্থ কেবিন, শিয়ালদহের একাধিক কারশেডে জমেছে জল। রেল লাইনের জলের সঙ্গে আশপাশের এলাকার জমা জলও মিশে গিয়েছে। ফলে, রেল লাইন থেকে জল বের করা হলেও, তা উল্টোদিকে ফিরে আসছে। ফলে জল নিষ্কাশনের কাজ আরও কঠিন হয়ে পড়েছে।
বাতিল একগুচ্ছ ট্রেন
১. কলকাতা থেকে ১৩১১৩ আপ হাজারদুয়ারি এক্সপ্রেস বাতিল।
২. শিয়ালদহ থেকে ১৩১৭৭ শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস বাতিল।
৩. শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ।
৪. চিৎপুর ইয়ার্ডে জল জমে রয়েছে ফলে চক্ররেলের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
শুধুমাত্র রেল লাইন নয়, রাস্তাঘাটেরও একই অবস্থা। রাস্তায় বাস, অটো পাওয়াও কঠিন হয়ে পড়েছে। মেট্রো পরিষেবাতেও বিঘ্ন। ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে বর্তমানে। কোথাও হাঁটুজল, কোথাও কোমর জল। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ১৯৮৬ সালের পর এত বিপুল বৃষ্টি আর কখনও হয়নি কলকাতায়। কলকাতা পুরনিগমও তৎপরতার সঙ্গে জল সরানোর কাজ করছে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, দুপুর দেড়টায় বান আসার কথা আছে, তাই তারপর পরিস্থিতি কিছুটা ঠিক হতে পারে।