AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুপুরে রাজভবনে শুভেন্দু, বিকেলেই দিল্লি সফরে রওনা দিচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়

Jagdeep Dhankhar: রাজ্যপাল জগদীপ ধনখড়ের এই দিল্লি সফর নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। দু'দিনের সফরে কার সঙ্গে দেখা করবেন, সফরের মূল কর্মসূচি কী রয়েছে সে ব্যাপারে এখনও বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি।

দুপুরে রাজভবনে শুভেন্দু, বিকেলেই দিল্লি সফরে রওনা দিচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়
রাজ্যপাল জগদীপ ধনখড়, ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 3:30 PM
Share

কলকাতা: ফের দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দু’দিনের সফরে রাজ্যপাল রাজধানী যাচ্ছেন বলেই খবর। মঙ্গলবারই দিল্লি সফরে যাচ্ছেন তিনি। প্রসঙ্গত, এদিনই আবার বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজভবনে যান তাঁর সঙ্গে দেখা করতে।

রাজ্যপাল জগদীপ ধনখড়ের এই দিল্লি সফর নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। দু’দিনের সফরে কার সঙ্গে দেখা করবেন, সফরের মূল কর্মসূচি কী রয়েছে সে ব্যাপারে এখনও বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি। রাজভবন সূত্রেও ধনখড়ের এই সফর নিয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রেও এই সফর নিয়ে কিছু জানা যায়নি। কারণ এর আগে একাধিকবার দিল্লি সফরে গিয়ে রাজ্যপাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একান্ত বৈঠক হয়েছে তাঁদের। তবে এবারের সফর নিয়ে সে অর্থে কোনও তথ্য এখনও প্রকাশ্য আসেনি।

এর আগে গত ১৭ জুলাই আচমকাই দিল্লি সফরে যান রাজ্যপাল। যাওয়ার আগে গীতার শ্লোক লেখেন নিজের টুইটে, ‘কর্মণ্যেবাধিকারস্তে, মা ফলেষু কদাচন’। সেই সফর নিয়েও খুব একটা তথ্য কিছু সামনে আসেনি। তার এক মাসও ঘুরতে না ঘুরতেই ফের দিল্লিতে যাচ্ছেন রাজ্যপাল। উল্লেখযোগ্য ভাবে, গত এক দেড় মাসে রাজ্যপালের টুইটে সে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিংবা পুলিশ প্রশাসনকে নিয়ে কোনও আত্মমনাত্মক লেখা নজরে আসেনি। বরং বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের ভিডিয়ো টুইট করতেই বেশি আগ্রহ দেখিয়েছেন তিনি। অথচ অতীতে বার বার রাজ্যের সমালোচনায় ‘টুইট অস্ত্রে’ই শান দিয়েছেন তিনি। যা নিয়ে নানা মহলে চর্চাও চলে নিয়মিত। এসবের মধ্যেই মঙ্গলে তাঁর দিল্লি সফর নতুন করে জল্পনা উস্কে দিল। আরও পড়ুন: ‘তৃণমূল অসভ্য একটা দল’! রবীন্দ্রনাথকে মালা পরাতে না পেরে রেগে একশা বিজেপির সায়ন্তন