AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তৃণমূল অসভ্য একটা দল’! রবীন্দ্রনাথকে মালা পরাতে না পেরে রেগে একশা বিজেপির সায়ন্তন

Sayantan Basu: ঘাসফুলের পাল্টা দাবি, শান্ত এলাকা অশান্ত করার চেষ্টা করেছিলেন বিজেপি নেতা। তাই রুখে দেওয়া হয়েছে।

'তৃণমূল অসভ্য একটা দল'! রবীন্দ্রনাথকে মালা পরাতে না পেরে রেগে একশা বিজেপির সায়ন্তন
নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 2:55 PM
Share

উত্তর ২৪ পরগনা: রবীন্দ্রনাথের মূর্তিতে মালা পরাতে গিয়ে হেনস্তার শিকার বিজেপি নেতা সায়ন্তন বসু। তৃণমূলের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন তিনি। মঙ্গলবার খড়দহের ফেরিঘাট এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা পরাতে গিয়েছিলেন সায়ন্তন। অভিযোগ, সেখানেই তাঁকে ধাক্কা দেওয়া হয়। কালো পতাকাও দেখানো হয়। ঘাসফুলের পাল্টা দাবি, শান্ত এলাকা অশান্ত করার চেষ্টা করেছিলেন বিজেপি নেতা। তাই রুখে দেওয়া হয়েছে।

সায়ন্তন বসু বলেন, “এটা অসভ্যতার চূড়ান্ত রূপ। রবীন্দ্রনাথের আজকে কী আছে, কেন গলায় মালা দেব সেই প্রশ্ন তুলে এসব চলল। এই জন্যই পশ্চিমবঙ্গ বাঁচানোর আন্দোলনে আমরা নেমেছি। চূড়ান্ত অসভ্য একটা রাজনৈতিক দল। আমরা চাইলে এখানে অশান্তি করতে পারতাম। শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দেব বলে এসেছি। তা পরিষ্কার করতে এসেছি। জায়গায় জায়গায় মহাপুরুষদের মূর্তি পরিষ্কারের কর্মসূচি নিয়েছি আমরা। তৃণমূল এসব অসভ্যতা যত করবে, মানুষও তা জানতে পারবে।”

এ প্রসঙ্গে খড়দহের যুব তৃণমূল নেতা দিব্যেন্দু চৌধুরীর বক্তব্য, “শান্ত খড়দহকে অশান্ত করতে এসেছে ওরা। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বা মৃত্যুদিন নয়। অতএব শান্ত খড়দহকে কোনও ভাবেই অশান্ত করার চক্রান্ত মানব না। তাই ওনাকে আমরা কালো পতাকা দেখিয়েছি। খড়দহের বুকে বিজেপির কোনও রাজনৈতিক অনুষ্ঠান আমরা করতে দিচ্ছি না, দেব না। আমরা কালো পতাকা দেখাব।” আরও পড়ুন: ‘বালি মাফিয়া’ নিয়ে বিস্ফোরক মনোরঞ্জন ব্যাপারী, টেনে আনলেন তৃণমূলের ‘যুব নেতা’র অনুগামীকে