Md Selim attacks Mamata: ‘দিল্লি কেন ইউনেস্কো যান, কেউ থাকবে না সঙ্গে’, মমতাকে আক্রমণ সেলিমের

Md Selim attacks Mamata: বাম আমলের দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা নিয়ে চ্যালেঞ্জ করে সেলিম বলেন, 'উনি আগেও বলেছিলেন সিপিএমের ফাইল খুলব। এখন বলছেন ফাইল চুরি হচ্ছে।'

Md Selim attacks Mamata: 'দিল্লি কেন ইউনেস্কো যান, কেউ থাকবে না সঙ্গে', মমতাকে আক্রমণ সেলিমের
সাংবাদিক বৈঠকে সেলিম
Follow Us:
| Edited By: | Updated on: Mar 31, 2023 | 5:51 PM

কলকাতা: বাম আমলের দুর্নীতির অভিযোগে যখন সরব শাসক দল, তখন তৃণমূলকেই পাল্টা তোপ দাগলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ফাইল কেন দেখানো হচ্ছে না? সেই প্রশ্ন তুলে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর দাবি, নিজেদের অপরাধ ঢাকতেই বামেদের দিকে আঙুল তুলছে তৃণমূল। একই সঙ্গে সেলিমের দাবি, বিজেপি কেন কেউই থাকবে না মমতার সঙ্গে। দিল্লি গিয়ে ধরনা দিলেও কোনও লাভ হবে না বলে শুক্রবারের সাংবাদিক বৈঠকে মন্তব্য করলেন তিনি।

বাম আমলের দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা নিয়ে চ্যালেঞ্জ করে সেলিম বলেন, ‘উনি আগেও বলেছিলেন সিপিএমের ফাইল খুলব। এখন বলছেন ফাইল চুরি হচ্ছে। তাহলে ওঁর আমলেই চুরি হচ্ছে। তদন্ত করুন। নিজের অপরাধ ঠেকাতে অন্যকে অপদার্থ বানাচ্ছেন।’ কেপমারির মতো নকল ফাইল দেখিয়েছিলেন বলেও মমতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মহম্মদ সেলিম।

সেলিমের আরও দাবি, বাম আমলে যোগ্যদের নিয়োগ হয়েছিল বলেই এখনও সরকারি কাজকর্ম ঠিকভাবে হচ্ছে। অবসরের পরও বাম আমলের কর্মীদেরই নতুন করে নিয়োগ করতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রীর ধরনা প্রসঙ্গেও এদিন তোপ দাগেন তিনি। ধরনা শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি আশা করছিলেন তাঁর সঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে যোগাযোগ করা হবে। পরবর্তীতে দিল্লি গিয়ে আন্দোলন করা হবে, এমন বার্তাও দিয়েছেন মমতা। সেই প্রসঙ্গ টেনে মহম্মদ সেলিম বলেন, ‘চোরেদের সঙ্গে কেউ থাকবে না। দিল্লি কেন ইউনেসকো যান, তাতেও কোনও লাভ হবে না।’