Kolkata Metro: দেড়মাস বন্ধ থাকছে মেট্রো

Kolkata Metro: মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, বউবাজারে মেট্রোর কাজ শেষ হওয়ায় এবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরু হবে। ফলে পুরো সিগন্যাল ব্যবস্থা বদলাতে হবে। এক ফরাসি সংস্থা এই কাজ করবে। এর জন্য এক মাসের বেশি সময় লাগবে।

Kolkata Metro: দেড়মাস বন্ধ থাকছে মেট্রো
ফাইল ফোটো
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2025 | 10:09 PM

কলকাতা: অসুবিধায় পড়তে চলেছেন মেট্রোযাত্রীরা। দেড়মাস বন্ধ থাকছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী মেট্রো। একইরকমভাবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোও বন্ধ থাকবে। ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত মেট্রো চলাচলা বন্ধ থাকবে এই দুটি রুটে। রবিবার এই সিদ্ধান্তের কথা জানাল মেট্রোরেল।

মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, বউবাজারে মেট্রোর কাজ শেষ হওয়ায় এবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরু হবে। ফলে পুরো সিগন্যাল ব্যবস্থা বদলাতে হবে। এক ফরাসি সংস্থা এই কাজ করবে। এর জন্য এক মাসের বেশি সময় লাগবে। সেজন্য এই দুটি লাইনে দেড়মাস মেট্রো পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দেয় ফরাসি ওই সংস্থা। তাদের সেই প্রস্তাব মেট্রো গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অধীনে বউবাজার অংশের কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে। আদৌ এই কাজ সম্পূর্ণ করা যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তিন-চারবার বিপর্যয়ের মুখে পড়েছে বউবাজার অংশে মেট্রো প্রকল্পের কাজ। তারপরও তৎপরতার সঙ্গে কাজ শেষ করতে উদ্যোগী হয় মেট্রো। এদিকে, বউবাজার অংশের কাজ অসম্পূর্ণ থাকায় গত বছরের মার্চে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা শুরু হয়। তারও আগে অবশ্য শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরু হয়।

এই খবরটিও পড়ুন

এখন বউবাজার অংশের কাজ শেষ হওয়ায় হাওড়া ময়দান থেকে যাত্রীরা সরাসরি সল্টলেকের সেক্টর ফাইভ পৌঁছে যেতে পারবেন। তবে ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা পাবেন না তাঁরা। মেট্রোর তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে দ্রুত সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরুর জন্য আপাতত দেড় মাস এই লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে।