AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: মেট্রোতে নেমে এল অন্ধকার, থেমে গেল সুড়ঙ্গের মধ্যেই! বিভ্রাট Blue Line-এ

Kolkata Metro Service Disrupted: মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বিদ্য়ুৎ বিভ্রাটের জেরেই এই সমস্য়ার সূত্রপাত। বিদ্য়ুৎ সংক্রান্ত কোন একটি গোলযোগের কারণেই নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গে আটকে পড়ে মেট্রোটি। স্বাভাবিক ভাবেই যাত্রীদের উদ্বিগ্ন হতে বারণ করে মেট্রো কর্তৃপক্ষ।

Kolkata Metro: মেট্রোতে নেমে এল অন্ধকার, থেমে গেল সুড়ঙ্গের মধ্যেই! বিভ্রাট Blue Line-এ
কলকাতা মেট্রো প্রতীকী ছবিImage Credit: সংগৃহিত (Social Media)
| Edited By: | Updated on: Jan 13, 2026 | 8:41 AM
Share

কলকাতা: সাতসকালে ব্লু লাইনে মেট্রো বিভ্রাট। চলতে-চলতে বন্ধ হয়ে গেল মেট্রো। নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গের মধ্য়েই থেমে গেল মেট্রো। বদ্ধ পরিবেশে উদ্বেগ তৈরি হল যাত্রীদের মনে। সপ্তাহের শুরুতেই অফিস যাতায়াত কার্যত বানচাল হওয়ার পথেই। গোটা ঘটনা ঘিরে পুনরায় প্রশ্ন উঠল শহর কলকাতাকে জুড়ে দেওয়া সবচেয়ে পুরনো রুট বা ব্লু লাইনের দিকে।

কী হয়েছে?

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বিদ্য়ুৎ বিভ্রাটের জেরেই এই সমস্য়ার সূত্রপাত। বিদ্য়ুৎ সংক্রান্ত কোন একটি গোলযোগের কারণেই নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গে আটকে পড়ে মেট্রোটি। স্বাভাবিক ভাবেই যাত্রীদের উদ্বিগ্ন হতে বারণ করে মেট্রো কর্তৃপক্ষ। এরপর শুরু হয় উদ্ধার প্রক্রিয়া। যেন তেন প্রকারেণ যাত্রীদের মেট্রো স্টেশনে নিয়ে আসা হয়েছে বলেই জানিয়েছেন কলকাতা মেট্রোর আধিকারিকরা।

আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত। অন্য়দিকে, শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা সচল রয়েছে। মাঝের অংশে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট, তাও দ্রুত সারিয়ে তুলে সচল করে দেওয়া হবে বলেই জানিয়েছেন আধিকারিকরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই অন্ধকার নেমে আসে মেট্রো রেকে। বন্ধ হয়ে যায় সব আলো। তারপরই থেমে যায় মেট্রো। তাও আবার একেবারে সুড়ঙ্গের মাঝে।

শহরের ব্লু লাইনে এই বিভ্রাট এখন রোজকার। কখনও মেট্রো এলে, তা চলে ধীরে। কখনও বা আসেই না। থেমে যায় মাঝপথে। মঙ্গলবারও তেমনটাই ঘটেছে। ব্লু লাইন নিয়ে পুনরায় যাত্রী মনে তৈরি হয়েছে অসন্তোষ।