Minakshi Mukherjee Dialogue: মীনাক্ষীর ৫ ‘মন কি বাত’, যা কমরেডদের মুখে মুখে ঘুরছে

বামপন্থীদের রাজনীতি কেবল সংসদীয় ক্ষমতা দখল নয়। সে কথাই এ দিন মনে করিয়েছেন মীনাক্ষী। বামপন্থীরা গ্রামের পঞ্চায়েত বা বিধায়ক, সাংসদ হওয়ার জন্য কেবল লড়াই করে না। মেহনতি মানুষের স্বার্থে আঘাত, অপশাসন, লুট অত্যাচার যতদিন থাকবে ততদিন বামপন্থীরা লড়ে যাবে বলে জানিয়েছেন মীনাক্ষী।

Minakshi Mukherjee Dialogue: মীনাক্ষীর ৫ 'মন কি বাত', যা কমরেডদের মুখে মুখে ঘুরছে
মীনাক্ষী মুখোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jan 07, 2024 | 5:22 PM

রবিবার ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশের অন্যতম আকর্ষণ ছিল মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তৃতা। দীর্ঘ বক্তৃতায় একাধিক বিষয় উল্লেখ করেছেন তিনি। এর মধ্যে তাঁর বলা বেশ কিছু ডায়লগ নজর কেড়েছে। এক নজরে দেখুন সেই সব বক্তব্য।

১. ‘বামপন্থীদের লড়াই একটা গলিতে নয়’

বামপন্থীদের রাজনীতি কেবল সংসদীয় ক্ষমতা দখল নয়। সে কথাই এ দিন মনে করিয়েছেন মীনাক্ষী। বামপন্থীরা গ্রামের পঞ্চায়েত বা বিধায়ক, সাংসদ হওয়ার জন্য কেবল লড়াই করে না। মেহনতি মানুষের স্বার্থে আঘাত, অপশাসন, লুট অত্যাচার যতদিন থাকবে ততদিন বামপন্থীরা লড়ে যাবে বলে জানিয়েছেন মীনাক্ষী।

২. ‘বামপন্থীরা রক্তবীজের জাত, লড়ে যাবে, লড়ে যাবে’

এই বক্তব্যের মধ্যে দিয়ে বামপন্থীদের লড়াই করার মানসিকতা তুলে ধরতে চেয়েছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী।

৩. ‘এক টাকা চার আনার কিছু ফুটো মস্তান এদিক ওদিক ঘুরছে। আর গলিতে মারামারি করছে। আপনা গলিতে কুত্তা ভি শের হ্যায়। বাহার আও দেখা জায়েগা।’

৪. ‘নকল যুদ্ধ ছাড়ো, আসল যুদ্ধ করো’

দেশের রাজনৈতিক দলগুলি ধর্ম নিয়ে ব্যস্ত। সাধারণ মানুষের কষ্টের দিতে তাঁদের নজর যায় না বলে অভিযোগ মীনাক্ষীর। সেই প্রেক্ষিতেই এ কথা বলেছেন তিনি।

৫. ‘কোন আকাট মূর্খরা বলে বামপন্থীরা শূন্য, জিরোরা যদি রাস্তার দখলের কথা বলে ওরা ভয় পায়।’

৬. যদি এদেরকে ছেড়ে দিই, তাহলে ভবিষ্যতের প্রজন্ম আমাদেরকে বেইমান বলবে।

যে সমস্ত রাজনৈতিক দল এবং নেতারা দুর্নীতিতে নিমজ্জিত হয় সাধারণ মানুষকে বঞ্চিত করছেন, তাঁদের বিরুদ্ধে এ দিন আওয়াজ তুলেছেন মীনাক্ষী।

৭. ‘কুকুর মোটা হলে বাঘ হয় না’