Minakshi Mukherjee: আনিসের মৃত্যুর প্রতিবাদ, ৯ দিন পর জামিন পেলেন মীনাক্ষি

Minakshi Mukherjee: আনিস খানের মৃত্যুর প্রতিবাদে পথে নেমেছিলেন বাম নেত্রী। প্রত্যেকের বিরুদ্ধে ১৪টি ধারায় মামলা দায়ের হয়।

Minakshi Mukherjee: আনিসের মৃত্যুর প্রতিবাদ, ৯ দিন পর জামিন পেলেন মীনাক্ষি
মীনাক্ষী মুখোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2022 | 7:28 PM

কলকাতা : অবশেষে জামিন পেলেন ডিআইএফওয়াই নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল বামনেত্রীকে। তবে, সোমবার নতুন করে জামিনের আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর হয়েছে এ দিন। আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন মীনাক্ষি। তার জেরেই আরও বেশ কয়েকজন বাম কর্মীর সঙ্গে গ্রেফতার করা হয় মীনাক্ষিকে। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছিল।

গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান চালায় বামেরা। বিক্ষোভের মাঝেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ ওপর হামলার অভিযোগ ওঠে মীনাক্ষী সহ ১৬ জনের বিরুদ্ধে। এরপরই গ্রেফতার করা হয় তাঁদের। এরপর থেকে একাধিকবার ধৃতদের জামিনের আবেদন জানানো হয়, কিন্তু, তা খারিজ হয়ে যায়। সোমবার হাওড়া আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। মঙ্গলবার সকালে মীনাক্ষি জেল থেকে বেরবেন বলে জানা গিয়েছে।

মীনাক্ষি ও অন্যান্যদের পুলিশের লকআপে নানাভাবে অত্যাচার করা হয় বলে অভিযোগ উঠেছিল। এরপরই মেডিক্যাল রিপোর্ট করানো হয়। পরে সেই রিপোর্ট আদালতে জমাও দেওয়া হয়। সেখানে মীনাক্ষি মুখোপাধ্যায়ের শরীরে ৬টি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান আইনজীবীরা। পাশাপাশি অন্যান্য যে বাম কর্মী সমর্থকরা গ্রেফতার হয়েছিলেন তাঁদের শরীরেও গুরুতর আঘাত রয়েছে বলে জানানো হয়।

বামেদের বক্তব্য ছিল, মীনাক্ষিদের বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক মামলা ছাড়া আর কিছুই নয়। যে পুলিশ কর্মী পাঁচলার গোলমালে আহত হয়েছিলেন তাঁর আঘাতও গুরুতর নয় বলেই দাবি করেন বাম নেতারা। এমনকী সেই পুলিশ কর্মী হাসপাতাল থেকে ছুটিও পেয়ে যান। এই মর্মেই বারবার জামিনের আবেদন জানানো হয়েছিল। অবশেষে সেই আর্জি মঞ্জুর হল সোমবার।

এ দিকে, আনিস খানের মৃত্যুর মামলায় সিটের তদন্তে খুশি নয় তাঁর পরিবার। আমতার ছাত্রনেতাকে কে বা কারা খুন করল, এর পিছনে সত্যিই পুলিশ জড়িত আছে কি না, তা জানতে বারবার পথে নেমেছে বিভিন্ন ছাত্র সংগঠন। এখনও সিবিআই তদন্তে অনড় আনিসের পরিবার।

আরও পড়ুন : Anis Khan Death: সিবিআই চাওয়ায় আনিসের দাদাকে হুমকি-ফোন, তিলজলার যুবক গ্রেফতার