AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP-TMC: দিল্লিতে আপ হারতেই কলকাতায় ‘কাঁপছে’ তৃণমূল? ২৬-এর ভোটে কী হবে বলে দিলেন কল্যাণ

BJP-TMC: দিল্লি বিধানসভা ভোটে গো হারান হেরেছে আম আদমি পার্টি। ফল ঘোষণা হওয়ার ২৪ ঘন্টাও কাটেনি। দিল্লির জয়ের রেশের মধ্যেই এবার তৃণমূলকে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর।

BJP-TMC: দিল্লিতে আপ হারতেই কলকাতায় 'কাঁপছে' তৃণমূল? ২৬-এর ভোটে কী হবে বলে দিলেন কল্যাণ
| Updated on: Feb 09, 2025 | 3:38 PM
Share

দিল্লিতে বিদায় আপ, তারপরেই ২৬-এর জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি। তাদের পাখির চোখ যে এবার টার্গেট বাংলা, তাও স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। যদিও সেই সব দাবিকে আমল দিতে নারাজ রাজ্যের শাসক দল। পালটা তৃণমূলের দাবি ২০২৬-এ ভোটের পর বিরোধী দলনেতাও বিজেপির তরফ থেকে হবে না।

দিল্লি বিধানসভা ভোটে গো হারান হেরেছে আম আদমি পার্টি। ফল ঘোষণা হওয়ার ২৪ ঘন্টাও কাটেনি। দিল্লির জয়ের রেশের মধ্যেই তৃণমূলকে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর। এই দিন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, দিল্লিতে বিদায় হয়েছে আপ, ভয়ে কাঁপছে তৃণমূল। ২৬-এ বাংলায় নির্বাচন। এবার বাংলায় ক্ষমতায় আসবেই বিজেপি, দাবি ধর্মেন্দ্র প্রধানের। কটাক্ষ করে তিনি বলেন, “এই সময় তৃণমূলের ভয় পাওয়াটা স্বাভাবিক।”

কেন্দ্রীয় মন্ত্রী কটাক্ষ করতেই তার পালটা জবাব দিয়েছে তৃণমূলও। চুপ না থেকে ২৬-এ বাংলায় বিজেপির ক্ষমতায় আসার দাবিকে নস্যাৎ করে উড়িয়ে দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পশ্চিমবাংলায় বিজেপির কোনও জায়গা থাকবে না, নিশ্চিন্তে থাকুন। বাংলায় ২০২৬-এ বিজেপি ৩০টা আসন পাবে না। ওঁরা বিরোধী দলনেতা দিতে পারবে না।”