SSKM কাণ্ডে আলিপুর আদালতে গোপন জবানবন্দি নাবালিকার, অভিযুক্তের মেডিকো লিগ্যালের তোড়জোড়
SSKM Case: এ ঘটনায় এসএসকেএম কর্তৃপক্ষের থেকে রিপোর্টও তলব করেছে স্বাস্থ্য ভবন। কোথাও কোনও গাফিলতি রয়েছে কিনাও তাও বিশদে জানতে চাওয়া হয়েছে। এরইমধ্যে আবার শনিবারই রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক হতে চলেছে নবান্নে।

কলকাতা: SSKM হাসপাতালে নাবালিকার যৌন হেনস্থার ঘটনায় এদিনই আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতা নাবালিকা ও তাঁর মা গোপন জবানবন্দি দিয়েছেন বলে জানা যাচ্ছে। নাবালিকার মেডিকো লিগ্যাল পরীক্ষাও করিয়েছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় ধৃত এনআরএসের অস্থায়ী কর্মীর মেডিকো লিগ্যাল পরীক্ষা ও DNA নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতে আবেদনও করে পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে বলে জানা যাচ্ছে। আগামী দু-একদিনের মধ্যেই অভিযুক্তের মেডিকো লিগ্যাল পরীক্ষা ও DNA নমুনা সংগ্রহ হবে।
এদিকে এসএসকেএমের এই ঘটনায় কার্যত তোলপাড় পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে। তোলপাড় রাজনৈতিক মহলেও। অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিও উঠেছে। তদন্ত শুরু হতেই পুলিশের হাতে কিছু সিসিটিভি ফুটেজ এসেছে বলে জানা যাচ্ছে। সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি এ ঘটনায় এসএসকেএম কর্তৃপক্ষের থেকে রিপোর্টও তলব করেছে স্বাস্থ্য ভবন। কোথাও কোনও গাফিলতি রয়েছে কিনাও তাও বিশদে জানতে চাওয়া হয়েছে। এরইমধ্যে আবার শনিবারই রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক হতে চলেছে নবান্নে। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা কী করে আরও জোরদার করা যায় সে বিষয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে। শনিবার দুপুর ১২টার সময় বৈঠক ডেকেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখান থেকে কী বিষয় উঠে আসে সেটাও দেখার। বৈঠকে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের অধ্যক্ষ, সুপারদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ডাক পড়েছে সমস্ত জেলার জেলাশাসক, জেলার পুলিশ সুপারদেরও। থাকবেন কলকাতা পুলিশের কমিশনারও।
