COVID 19 in Kolkata: করোনা আক্রান্ত এক মেয়র পারিষদ ও পাঁচ পুরকর্মী, শপথ অনুষ্ঠান ঘিরে আরও বাড়ল উদ্বেগ

COVID 19 in Kolkata: বুধবারই করোনা আক্রান্ত হন কলকাতা পুরনিগমের ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বসু। মঙ্গলবার মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। মেয়রের ঘরের পুরকর্মীরও আক্রান্ত হওয়ার খবর আসে।

COVID 19 in Kolkata: করোনা আক্রান্ত এক মেয়র পারিষদ ও পাঁচ পুরকর্মী, শপথ অনুষ্ঠান ঘিরে আরও বাড়ল উদ্বেগ
মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠান উপস্থিত অন্যান্য নেতারা (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2021 | 5:54 PM

কলকাতা : এবার করোনা আক্রান্ত হলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। আরও কয়েকজন পুরকর্মীও আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর। আগেই কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সাধনা বসুর করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। এরা প্রত্যেকেই মেয়র ফিরহাদ হাকিমের শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত মঙ্গলবারই ছিল সেই শপথ গ্রহণ। এরপর পুরসভার অন্দরে ক্রমশ বাড়ছে করোনা আতঙ্ক।

আক্রান্ত কতজন

মঙ্গলবার শপথ গ্রহণের পর বুধবার থেকেই আতঙ্ক ছড়াতে শুরু করে। সূত্রের খবর, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন অনেকেরই জ্বর আসে। করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ এসেছে বেশ কয়েকজনের। বুধবার কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সাধনা বসু ছাড়াও আক্রান্ত হন বিধায়ক তাপস রায়ও। শপথ গ্রহণের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক। এ ছাড়া, মেয়রের ঘরের একজন ডাটা এন্ট্রি অপারেটরও করোনা আক্রান্ত হন। কাউন্সিলর মনীষা বসুর স্বামী তথা তৃণমূল নেতা দেবাশিস বসুও আক্রান্ত হয়েছেন করোনায়। শপথ গ্রহণের দিন পুরসভায় উপস্থিত ছিলেন তিনিও। এবার বৃহস্পতিবার মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। জানা যাচ্ছে, পুরসভার আরও পাঁচ কর্মী আক্রান্ত করোনায়।

পুরসভায় একসঙ্গে এতজন করোনা আক্রান্ত হওয়ায়, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের। আক্রান্তদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা প্রত্যেকেই করোনা পরীক্ষা করাচ্ছেন বলে জানা গিয়েছে। সংক্রমণের জাল ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, তা আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার শপথ গ্রহণ

উল্লেখ্য, মঙ্গলবার কলকাতার মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন ফিরহাদ হাকিম। শপথ গ্রহণ পর্বে ছিল ঠাসা ভিড়। অধিকাংশের মুখেই দেখা যায়নি মাস্ক। শারীরিক দূরত্ববিধিরও কোনও বালাই ছিল না। এই পরিস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পরই অনেকে জ্বর জ্বর অনুভব করায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়ে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মঙ্গলবার ফিরহাদ হাকিমের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্য়ে অনেকেই আগে থেকে অসুস্থ ছিলেন। পরে অনুষ্ঠান থেকে ফিরে, রাতে তাঁরা করোনা পরীক্ষা করিয়েছেন বলে সূত্রের খবর।

আক্রামণ শানাচ্ছেন বিরোধীরা

একদিকে করোনা পরিস্থিতির জেরে যখন বিরোধীরা ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানাচ্ছেন, তারই মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা কাউন্সিলর ও পুরকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় নতুন করে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, কলকাতায় ও সর্বোপরি রাজ্যে করোনা বৃদ্ধির কারণ পার্কস্ট্রিটের জনজোয়ার ও মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠান। শুভেন্দুর কথায়, “পার্কস্ট্রিটের জনজোয়ার আর মেয়রের শপথগ্রহণ থার্ড ওয়েভের আঁতুড়ঘর।” তাঁর আরও সংযোজন, “মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠানে খোঁজ নিয়ে দেখুন, সেখানেও এক আধজন করোনা আক্রান্ত। অনেকেরই জ্বর এসেছে। টেস্ট করালে অনেক কাউন্সিলরেরও করোনা ধরা পড়বে। ওখান থেকেই থার্ড ওয়েভ আসছে।”

যদিও বিরোধীদের অভিযোগকে আমল দিতে রাজি নন নব নির্বাচিত মেয়র ফিরহাদ হাকিম। বুধবার তিনি সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন, এ ভাবেই সারা জীবন করোনা আমাদের সঙ্গে থেকে যাবে। টেস্ট করলে অনেকেরই রিপোর্ট পজিটিভ আসবে বলে মনে করেন তিনি। মেয়র নিজে করোনা পরীক্ষা করিয়েছেন কি না, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন : Student Week Celebration: তৃতীয় ঢেউয়ের হাতছানির মধ্যেই স্টুটেন্ডস উইক! জোর বিতর্ক