Enumeration forms: ৯৪ শতাংশের বেশি এনুমারেশন ফর্ম বিলি, বাংলায় আসছে কমিশনের টিম

Enumeration forms distribution: গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন(SIR) প্রক্রিয়া শুরুর ঘোষণা করে কমিশন। ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়। সেইসময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন, কমিশন এসআইআর ঘোষণার পর বাংলায় ভোটার তালিকা ফ্রিজ করা হয়। আর সেই তালিকা হিসেবে এখন রাজ্যে ভোটার রয়েছেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন।

Enumeration forms: ৯৪ শতাংশের বেশি এনুমারেশন ফর্ম বিলি, বাংলায় আসছে কমিশনের টিম
ফের রাজ্যে আসছে কমিশনের বিশেষ টিমImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 14, 2025 | 11:49 AM

কলকাতা: রাজ্যের প্রায় ৯৫ শতাংশ ভোটার এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন। তথ্য দিয়ে জানাল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধে ৬টা পর্যন্ত ৭ কোটি ২৭ লক্ষের বেশি ভোটারকে ফর্ম বিলি করা হয়েছে। আর ৫ শতাংশের মতো ভোটার এখনও এই ফর্ম পাননি। তাঁরা পেয়ে যাবেন বলে কমিশনের তরফে জানানো হয়েছে। এদিকে, কমিশনের বিশেষ টিম আগামী সপ্তাহে ফের রাজ্যে আসছে।

গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন(SIR) প্রক্রিয়া শুরুর ঘোষণা করে কমিশন। ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়। সেইসময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন, কমিশন এসআইআর ঘোষণার পর বাংলায় ভোটার তালিকা ফ্রিজ করা হয়। আর সেই তালিকা হিসেবে এখন রাজ্যে ভোটার রয়েছেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। অর্থাৎ এত সংখ্যক ভোটারের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে দিতে হবে। এর জন্য ১১ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

তবে ১১ নভেম্বর রাত ৮টা পর্যন্ত ৬ কোটি ৫৬ লক্ষের বেশি ভোটারকে এনুমারেশন ফর্ম দেওয়া হয়। অর্থাৎ নির্দিষ্ট সময়ের পরও ১ কোটির বেশি ভোটার ফর্ম পাননি। সেইসময় কমিশনের তরফে বার্তা দেওয়া হয়, ১৪ নভেম্বর পর্যন্ত ফর্ম দেওয়া হবে। অর্থাৎ, ভোটারদের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়ার জন্য আরও তিনদিন সময় পান বিএলও-রা।

কমিশনের নতুন তথ্য বলছে, ১৩ নভেম্বর সন্ধে ৬টা পর্যন্ত ৭ কোটি ২৭ লক্ষের বেশি ভোটার এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন। শতাংশের হিসেবে মোট ভোটারের ৯৪.৯১ শতাংশ ফর্ম পেয়ে গিয়েছে। আর বাকি রয়েছে ৩৯ লক্ষের মতো ভোটার। শুক্রবারও ফর্ম বিলি করবেন বিএলও-রা। কমিশনের বক্তব্য, সব ভোটারের কাছে ফর্ম পৌঁছে দেওয়া হবে।

এদিকে, রাজ্যে ফের আসছে কমিশনের টিম। এনুমারেশন ফর্ম বিলি শুরুর পর রাজ্যে এসেছিল কমিশনের একটি টিম। উত্তরবঙ্গের একাধিক জেলায় এসআইআর প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখেছিল তারা। আগামী সপ্তাহে ফের কমিশনের বিশেষ টিম আসছে। এবার তারা কোথায় কোথায় পরিদর্শন করে, সেটাই দেখার।