Kolkata Road Accident: মহেশতলায় মোটর বাইক-চারচাকার মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু এক বাইক আরোহীর
Kolkata Road Accident: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। পুলিশই বাইকের চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়।
কলকাতা: ফের পথ ভয়াবহ দুর্ঘটনা কলকাতায় (Road Accident in Kolkata)। মহেশতলায় সম্প্রীতি উড়ালপুলে মোটর বাইক ও চারচাকার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাইক আরোহীর। সম্প্রীতি উড়ালপুলের উপরে ডাকঘরের কাছে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, চারচাকাটি কলকাতার (Kolkata) দিক থেকে মহেশতলায় আসছিল এবং বাইকটি মহেশতলার দিক থেকে কলকাতায় যাচ্ছিল। ঠিক সেই সময় ডাকঘরের কাছে মোটর বাইকের সঙ্গে চারচাকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। চারচাকা গাড়ির এয়ার ব্যাগ খুলে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন গাড়ির চালক এবং যাত্রীরা।
গুরুতর আহত হন বাইক আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। পুলিশই বাইকের চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ওই চারচাকা গাড়ি তার চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে।
গত মার্চের শুরুতেও রাতের শহরে ফের পথ দুর্ঘটনার কবলে পড়েন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের (Arabul Islam) ছেলে। সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় আরও একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আরাবুলের ছেলের গাড়ির। গাড়ি ভাঙলেও ওই ঘটনায় কারও প্রাণহানি হয়নি। স্থানীয় সূত্রে খবর ছিল, আরাবুল ইসলামের ছেলে যে গাড়িটিতে ছিলেন, সেটি দ্রুত গতিতে লেন পরিবর্তন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইএম বাইপাসের গার্ডরেল ভেঙে, গার্ডরেল টপকে অপর দিকে চলে আসে। তাতেই ঘটে এই বিপত্তি।