Muchipara: মুচিপাড়ায় পুলিশের পরিচয় দিয়ে ১০ লক্ষ টাকার ছিনতাই, ধৃতদের মধ্যে রয়েছেন বিধানসভার কর্মীও

Muchipara: সূত্র মারফত জানা যাচ্ছে, বিবি গাঙ্গুলি স্ট্রিটে মাছ ব্যবসায়ীর ওই কর্মী পুঁজি নিয়ে যাচ্ছিলেন। নিজের বাড়িতে টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি।

Muchipara: মুচিপাড়ায় পুলিশের পরিচয় দিয়ে ১০ লক্ষ টাকার ছিনতাই, ধৃতদের মধ্যে রয়েছেন বিধানসভার কর্মীও
১০ লক্ষ টাকার ছিনতাইয়ের অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2022 | 2:10 PM

কলকাতা: কলকাতার মুচিপাড়া থানা এলাকায় এক মাছ ব্যবসায়ীর ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ। ছিনতাইয়ের অভিযোগ তৃণমূল নেতা সমীর হাজরা ও বিনোদ হাজরার বিরুদ্ধে। সমীর হাজরা বিধানসভার কর্মী বলে সূত্রের খবর। অভিযোগ, মাছ ব্যবসায়ী আসিফ নাজেরের কর্মচারীর থেকে ১০ লক্ষ টাকা ছিনতাই করে সমীর ও বিনোদ। সমীর হাজরা ও বিনোদ হাজরাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে মুচিপাড়া থানার পুলিশ।

সূত্র মারফত জানা যাচ্ছে, বিবি গাঙ্গুলি স্ট্রিটে মাছ ব্যবসায়ীর ওই কর্মী পুঁজি নিয়ে যাচ্ছিলেন। নিজের বাড়িতে টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি। পরে সেই টাকা ব্যাঙ্কে জমা করার কথা ছিল তাঁর। অভিযোগ, রাস্তায় পুলিশ পরিচয় দিয়ে তাঁকে কয়েকজন ঘিরে ধরেন। তাঁকে কয়েকটি প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করেন। এরপর তাঁকে স্থানীয় এক ব্যক্তির দোকানে নিয়ে যান। সেখানে তল্লাশির নামে তাঁর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

একটি সূত্র মারফত জানা যাচ্ছে, অভিযুক্তদের মধ্যে এক জন বিধানসভার কর্মী। পুলিশ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ভরা রাস্তায় এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনায় মুচিপাড়া থানার পুলিশ তদন্ত করছে। আর কেউ এই ঘটনায় জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। শহরের বুকে এই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।