AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুকুল ফিরলেন পুরানো ঠিকানায়

বড় একটি প্রশ্ন রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে। তবে কি এবার এই বিজেপি নেতারাও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর জন্য দাবিদার হতে পারেন? কাঁচরাপাড়ার 'কাঁচা ছেলে'কে কি তবে বঙ্গ ভোটে বড় দায়িত্ব দিতে চলেছে বিজেপি?

মুকুল ফিরলেন পুরানো ঠিকানায়
ফাইল ছবি
| Updated on: Jan 16, 2021 | 7:46 PM
Share

কলকাতা: দরজায় ভোট কড়া নাড়তেই ‘ঘরের ছেলে’ ফের ঘরে ফিরে এল। ‘দিল্লি-নিবাসী’ বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy) পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তুললেন। এখন থেকে তিনি আবার বীজপুরের ভোটার। প্রসঙ্গত, কয়েক বছর আগেই দিল্লির ভোটার তালিকায় নাম নথিভুক্তি করেছিলেন প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়।

মুকুলের পাশাপাশি বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্তও (Swapan Dasgupta) দিল্লি থেকে কলকাতার ভোটার হয়েছেন। তিনি বালিগঞ্জের বাসন্তী দেবী কলেজে ভোট দেবেন বলে জানা গিয়েছে। এর ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁদের প্রার্থী করতে আর কোনও সমস্যা হবে না বিজেপি নেতৃত্বের। তবে এই সিদ্ধান্তের পর দলের অন্দরেই বির্তক শুরু হয়েছে।

সঙ্গে বড় একটি প্রশ্ন রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে। তবে কি এবার এই বিজেপি নেতারাও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর জন্য দাবিদার হতে পারেন? কাঁচরাপাড়ার ‘কাঁচা ছেলে’কে কি তবে বঙ্গ ভোটে বড় দায়িত্ব দিতে চলেছে বিজেপি? এই প্রশ্নও উঠছে।

আরও পড়ুন: শতাব্দী-রাজীবের জন্য গেরুয়া দরজা খোলা, কিন্তু ‘সবাইকে নেব না’: দিলীপ

মুকুলের বঙ্গ প্রেম নিয়ে তৃণমূল ইতিমধ্যেই একাধিকবার বহু প্রশ্ন তুলেছে। শাসকদলের তরফে বহু সময় জানতে চাওয়া হয়েছে, মুকুল এখানকার স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও কেন তাঁর নাম দিল্লির ভোটার তালিকায়? যদিও রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে নিয়ে এহেন প্রশ্ন ওঠেনি। কেননা বাংলার জনমানসে তিনি কখনই চর্চিত মুখ নন। দিল্লিতেই তিনি কাটাতেন বেশিরভাগ সময়।

আরও পড়ুন: ১০০ শতাংশ রাজ্যবাসীর টিকাকরণ চান মমতা, প্রয়োজনে টাকা দেবে নবান্ন