AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mukul Roy Health Update: মুকুল রায়ের শারীরিক অবস্থা নিয়ে বড় আপডেট দিলেন শুভ্রাংশু

Mukul Roy: বুধবার কাঁচরাপাড়ার বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান মুকুল রায়। ভর্তি করা হয় কলকাতায় বেসরকারি হাসপাতালে। শুক্রবারই তাঁকে দেখতে হাসপাতালে নিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এরপরই ফেসবুকে কুণাল লেখেন, 'মুকুল রায়কে দেখে এলাম। খারাপ লাগল। আজ ভেন্টিলেশনের বাইরে। কিন্তু মস্তিষ্ক অচল। চোখ বুজে শুয়ে। শুভ্রাংশু কয়েকবার ডাকল। সাড়া দিল না। ডাক্তাররা বলছেন, পর্যবেক্ষণ ও অপেক্ষা।'

Mukul Roy Health Update: মুকুল রায়ের শারীরিক অবস্থা নিয়ে বড় আপডেট দিলেন শুভ্রাংশু
মুকুল রায়।
| Edited By: | Updated on: Jul 06, 2024 | 6:42 PM
Share

কলকাতা: বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি মুকুল রায়। শনিবার দুপুর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট। এরইমধ্যে বাবাকে দেখতে হাসপাতালে আসেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। মুকুলকে দেখে হাসপাতালের বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আপডেট দেন বাবার শারীরিক অবস্থা নিয়ে। শুভ্রাংশু বলেন, “আমি একটু আগেই গিয়েছিলাম। হালকা রেসপন্স করলেন।

শনিবার শুভ্রাংশু বলেন, “আইসিইউ-এ রয়েছেন, অক্সিজেন চলছে। অপারেশন হওয়ার পর ভেন্টিলেশনে ছিলেন। সেখান থেকে বের করা হয়েছে গতকালই। এখনও ক্রিটিকাল অবস্থা, তবে স্থিতিশীল। যেমন অবস্থায় আনা হয়েছিল এখানে, অনেকটা ভাল। ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করছেন। যদিও এখনও সেভাবে জ্ঞান ফেরেনি। কিন্তু ডাকলে সাড়া দিচ্ছেন। রাইলস টিউবে খাবার খাচ্ছেন। যেহেতু ব্রেনের অপারেশন তাই চিকিৎসকরা বলছেন সময় লাগবে।”

বুধবার কাঁচরাপাড়ার বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান মুকুল রায়। ভর্তি করা হয় কলকাতায় বেসরকারি হাসপাতালে। শুক্রবারই তাঁকে দেখতে হাসপাতালে নিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এরপরই ফেসবুকে কুণাল লেখেন, ‘মুকুল রায়কে দেখে এলাম। খারাপ লাগল। আজ ভেন্টিলেশনের বাইরে। কিন্তু মস্তিষ্ক অচল। চোখ বুজে শুয়ে। শুভ্রাংশু কয়েকবার ডাকল। সাড়া দিল না। ডাক্তাররা বলছেন, পর্যবেক্ষণ ও অপেক্ষা।’

শুভ্রাংশু রায় জানান, দলের তরফে সকলেই খোঁজ নিচ্ছেন। প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছেন দলের নেতারা। জানান, মুখ্যমন্ত্রীও লোক মারফত খবর নিচ্ছেন মুকুল রায়ের। তবে শুধু তৃণমূলই নয়, বিজেপির তরফেও অনেকে এসেছেন, দেখে গিয়েছেন মুকুল রায়কে।