AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Municipality Election Security Meeting: দুয়ারে চার পুরসভার নির্বাচন, নিরাপত্তা নিয়ে আজ বৈঠকে কমিশন

Municipality Election Security Meeting: শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর, বিধাননগর-- চার পুরভোট নিয়ে নিরাপত্তা বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন।

Municipality Election Security Meeting: দুয়ারে চার পুরসভার নির্বাচন, নিরাপত্তা নিয়ে আজ বৈঠকে কমিশন
(ফাইল ছবি)
| Edited By: | Updated on: Jan 05, 2022 | 11:34 AM
Share

কলকাতা: কলকাতা পুরভোট মিটতেই আরও ৪ পুরভোটের প্রস্তুতি শুরু। শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর, বিধাননগর– চার পুরভোট নিয়ে বুধবার দুপুরে নিরাপত্তা বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন। ভার্চুয়াল বৈঠকে ডিজি, ৪ পুলিশ কমিশনার, স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিব।কলকাতা পুরভোট মিটতেই আরও ৪ পুরভোটের প্রস্তুতি শুরু। শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর, বিধাননগর– চার পুরভোট নিয়ে নিরাপত্তা বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন। ভার্চুয়াল বৈঠকে ডিজি, ৪ পুলিশ কমিশনার, স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিব।

এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, কলকাতা পুরভোটের মতোও এই চার পুরভোটে আলাদা করে কেন্দ্রীয় বাহিনীর কথা ভাবছে না কমিশন। সেক্ষেত্রে রাজ্য পুলিশের ওপরেই আস্থা রাখছে। তবে তার আগে চার জায়গা, যেখানে ভোট রয়েছে, সেখানে কোথায় কত বাহিনী লাগবে, প্রত্যেক বুথে যাতে সশস্ত্র বাহিনী থাকে, সেই প্রসঙ্গ উত্থাপিত হতে পারে। আজ দুপুর ২টোয় একটি ভার্চুয়াল বৈঠক রয়েছে।   ইতিমধ্যেই চার পুরভোটের গাইডলাইন প্রকাশ করেছে কমিশন।

পুরভোটের গাইডলাইন

♦ কোন রোড শো কিংবা পদযাত্রা নয়। গত পুরসভায় ৪টে পর্যন্ত রোড শো ছিল। এবার গাড়ি, বাইক র‍্যালি সব বাদ। এক্ষেত্রে আগে অনুমতি নেওয়া থাকলেও রোড শো বাতিল করতে হবে। ♦ প্রতি পুরসভায় নোডাল হেলথ অফিসার নিয়োগ করা হবে। ♦ প্রার্থী, কাউন্টিং এজেন্ট, পোলিং অফিসার- সকলেরই ডবল বা সিঙ্গল ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। বাড়িতে প্রচারে প্রার্থী-সহ পাঁচের বেশি অনুমতি নেই। ♦ খোলা মাঠে মিটিং ৫০০-র বেশি জনসমাগম নয়। প্রবেশ ও প্রস্থানের আলাদা গেট। ♦ অডিটোরিয়াম হলে ২০০ জন সর্বাধিক। কিংবা আসন সংখ্যার অর্ধেক অনুমতি পাবেন। ♦ প্রচারের সময় কমানো হয়েছে। সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার। ♦ সাইলেন্স জোন বাড়িয়ে হচ্ছে ৭২ ঘণ্টা।

তবে ওমিক্রনের বাড়বাড়ন্তের মাঝেই আবার ভোট! ফলে চিন্তা বাড়ছে আরও। বিশেষজ্ঞ থেকে শুরু করে আমজনতা, সকলেরই ক্ষোভ রাজনৈতিক নেতাদের ওপরেই। কেন তাঁরা এই পরিস্থিতিতে ভোট-ভোট করছেন? প্রশ্ন করছেন সকলেই। এই পরিস্থিতিতে ভোট করাটা কি আদৌ যুক্তিযুক্ত? সেই প্রশ্নও তুলছেন সচেতকদের অনেকে।

আরও পড়ুন: Jago Bangla On BJP Inner Clash: বিজেপির অন্দরে ত্রিমুখী লড়াই সামলাতে ব্যর্থ সুকান্ত-শুভেন্দু! দিলীপ-ক্যারিশ্মার ‘প্রশংসায়’ জাগো বাংলা

আরও পড়ুন: Kolkata Safe Home: কলকাতায় কোভিড ‘সুনামি’, আবারও শহরে চালু ৩টি সেফ হোম