Nabanna: ‘সিকিমকে কেন্দ্র টাকা দিলে, কালিম্পংকে কেন নয়?’, মমতাকে প্রশ্ন অনীতের
Nabanna: সূত্রের খবর, ফোনে কথা বলার সময়ে অনীত থাপা মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন তোলেন, "সিকিমকে কেন্দ্রীয় সরকার টাকা দিলে, কালিম্পঙকে কেন নয়? কালিম্পঙও তো সমভাবেই বিপর্যস্ত?"
কলকাতা: সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করতে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন জিটিএ প্রধান অনীত থাপা। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। মুখ্যসচিবের ফোন থেকেই মুখ্যমন্ত্রী জিটিএ প্রধানের সঙ্গে কথা বলেন। তবে পাহাড়ে ক্ষয়ক্ষতি নিয়ে চিন্তার কোনও কারণ নেই, রাজ্য় সরকার সব রকম ভাবে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, ফোনে কথা বলার সময়ে অনীত থাপা মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন তোলেন, “সিকিমকে কেন্দ্রীয় সরকার টাকা দিলে, কালিম্পঙকে কেন নয়? কালিম্পঙও তো সমভাবেই বিপর্যস্ত?” সূত্রের খবর, তিনি আরও বলেন, “আমরা তো ভারতের মধ্যেই থাকি। আমাদের এখান থেকেও বিজেপির সংসদ রয়েছে। তাহলে আমাদের কেন টাকা দেবে না কেন্দ্র?” বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে কালিম্পঙের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য টাকা দিয়েছে নবান্ন।
সিকিমের বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি। এখন অনেক জায়গা থেকেই জল সরেছে। তবে সেখানে প্রায় বুক সমান পলির স্তর। বৃহস্পতিবার রাতে তিস্তা ব্যারেজ থেকে ৩২৭৮.৮১ কিউসেক জল ছাড়া হয়েছে। রাতে কালিঝোড়া থেকেও ফের জল ছাড়া হয়। তিস্তায় কোনও বিপদসঙ্কেত জারি না হলেও সতর্ক পুরসভা। তিস্তায় জল বাড়ার আশঙ্কায় মাইকিং শুরু করে প্রশাসন। ইতিমধ্যে বিধ্বস্তদের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল। তবে দেখা করতে গিয়ে তিনি মিষ্টিও বিতরণ করেন। পাশাপাশি অসহায় সকলের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেন।