
কলকাতা: রাজ্যের তিন আমলাকে বাড়তি দায়িত্ব দিল নবান্ন। তাঁদের কাছে থাকা দফতরের দায়িত্বের পাশাপশি অতিরিক্ত বিভাগের দায়িত্ব পালন করার নির্দেশিকা জারি করল নবান্ন। বিজ্ঞপ্তি জারি করে ২০০৫ সালের ব্যাচের আইএএস শুভাঞ্জন দাসকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব পদে পাশপাশি তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স বিভাগের বাড়তি দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
একইভাবে ২০০৬ সালের ব্যাচের আইএএস পি উলাগনাথানকে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতরের সচিবের পাশাপশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে তথ্য ও প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স বিভাগের অধীনে থাকা WBETS এর সিইও নিয়োগ করা হল।
অন্যদিকে, ২০১২ সালের ব্যাচের আইএএস শাকিল আহমেদকে সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র বিশেষ সচিবের দায়িত্ব ছাড়া ও অতিরিক্ত দায়িত্ব হিসাবে ডিরেক্টরেট ল্যান্ড রেকর্ডস ও সার্ভে বিভাগের সিনিয়র বিশেষ সচিবের করা হল।
কিছু দিন আগেই আমলা এবং ডব্লিউবিসি অফিসার-সহ ৫২৭ জনকে প্রশাসনিক সংস্কার করে এক দফতার থেকে ভিন্ন দফতরে নিয়োগ করা হয়েছে। যা সাম্প্রতিক কালে সবথেকে বড় রদবদল এবং নাজিরবিহীন পদক্ষেপ হিসাবেই দেখেছে প্রশাসনের একাংশ।
বিরোধীরা SIR লাগুর আগে এটিকে রাজ্য সরকারের রণকৌশল হিসাবে চিহ্নিত করেছে। শুধু তাই নয, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ দেওয়ার আগেই একই পদে দীর্ঘদিন থাকা আমলাদের আগেই সরিয়ে দিয়ে পদক্ষেপ নিয়ে নবান্ন একরকম রাজনৈতিক রণকৌশল তৈরি করেছে বলেই বিরোধীদের দাবি। ১৫১ জন বিডিও (BDO) এবং ৩০ জন এসডিও (SDO) পদেও বদলির নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যে শুরু হয়ে গিয়েছে SIR।