
কলকাতা: আলোচনা হয়েছে আগেও। নভেম্বরের পর ডিসেম্বরে ফের মুখোমুখি হল বাম ও আইএসএফ নেতৃত্ব। আজ, শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের সদর দফতরে উপস্থিত হয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভা নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। তার আগেই জোট নিয়ে সব জটিলতা কাটিয়ে ফেলতে চাইছেন তাঁরা, এমনটাই মত রাজনৈতিক মহলের।
এদিন আলিমুদ্দিনে নওশাদ ও আইএসএফ নেতৃত্বের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বিধানসভা নির্বাচনে কোন পথে এগোবে জোট, তা নিয়েই আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নওশাদ।
এদিন নওশাদ বলেন, “বেশ কয়েকমাস আগে থেকেই বলে আসছি। কংগ্রেসকেও চিঠি দেওয়া হয়েছিল। কোনও উত্তর আসেনি। বিমান বসুকে আগেই চিঠি দেওয়া হয়েছিল। তিনি উত্তর দেন। তারপরই আলোচনা শুরু হয়। কীভাবে লড়াইটা হবে, কোথায় কোন দলের প্রার্থী দিলে সুবিধা হবে, সেটা নিয়েই কথা হয়েছে।”
তবে আসন সমঝোতা অর্থাৎ টাকা নিয়ে হিসেব-নিকেশ এখনও হয়নি বলেই জানিয়েছেন নওশাদ। তাঁর দাবি, বিজেপি ও তৃণমূলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে কী করা যায়, সেটাই এখন মূল আলোচ্য বিষয়। গত বিধানসভা নির্বাচনে একজোট হয়ে লড়েছিল সিপিএম, কংগ্রেস ও আইএসএফ। কিন্তু সেই ভোটে শুধুমাত্র একটি আসন পায় আইএসএফ, বাকিরা কেউ খাতাই খুলতে পারেনি। এরপর ২০২৪-এর লোকসভা নির্বাচনে জোটের বিষয়ে আলোচনা হলেও সিপিএম ও আইএসএফ আসন সমঝোতা নিয়ে একমত হতে না পারায়, তারা পৃথকভাবেই লড়াই করে। পরে আবার উপ নির্বাচনে একসঙ্গে লড়াই করে দুই দল। এবার আসন্ন ভোট নিয়ে দুই দলের নেতৃত্ব কী ভাবছে, সেটাই দেখার।