Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nawsad Siddique Exclusive: সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘু প্রার্থী? কাকা ‘ত্বহার’ তত্ত্ব শুনে কী বললেন নওসাদ

Nawsad Siddique Exclusive: রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘু প্রার্থী দেওয়া কিংবা হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দু প্রার্থী দেওয়ার রীতি বাম আমল থেকেই চলে আসছে।

Nawsad Siddique Exclusive: সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘু প্রার্থী? কাকা ‘ত্বহার’ তত্ত্ব শুনে কী বললেন নওসাদ
তহ্বা সিদ্দিকি ও নওসাদ সিদ্দিকি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2023 | 1:59 PM

কলকাতা: সম্পর্কে তাঁরা কাকা-ভাইপো। কিন্তু রাজনৈতিক মতাদর্শ আলাদা। নওসাদ সিদ্দিকির গ্রেফতারি, তাঁর জামিন, আর তারপরই সাগরদিঘি ফল এবং এই প্রেক্ষিতে ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকির মতামত- কয়েকটি ঘটনাক্রম পরপর সাজালে রাজনৈতিক সমীকরণ নতুন জল্পনা তৈরি করে। সাগরদিঘির নির্বাচনের ফল প্রকাশের পরই ত্বহার পরামর্শ ছিল, বুঝে শুনে প্রার্থী দিতে হবে না হলে আগামী দিনে তৃণমূলের সাগরদিঘির মতো অবস্থা হবে গোটা বাংলায়। তাঁর কথায়, “যেখানে সংখ্যালঘুর সংখ্যা বেশি, সেখানে সংখ্যালঘু প্রার্থী দেওয়া উচিত। আবার যেখানে হিন্দু বেশি সেখানে হিন্দু প্রার্থী দেওয়া উচিত।” কিন্তু বিধানসভায় যিনি সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করছেন, সেই ‘ধর্মনিরেপক্ষ’ আইএসএফ দলের বিধায়ক কী বলছেন? তিনি কি কাকা ত্বহা সিদ্দিকীর সঙ্গে সহমত?

TV9 বাংলার সাক্ষাৎকারে নওসাদ সিদ্দিকি বলেন, “সংখ্যালঘু এলাকাতে সংখ্যালঘু প্রার্থী দিলে, তাঁরা উপকৃত হবেন, বা সংখ্যাগুরু দিলে উপকৃত হবেন না, এই তত্ত্ব আমি মেনে নিতে পারছি না। ক্যাবিনেটে কটা সংখ্যালঘু মন্ত্রী আছেন, দেখুন না, তাঁদের দ্বারাই সংখ্যালঘুরা কতটা উপকৃত হচ্ছেন, মাপঝোক করে দেখুন। আমি চাই এমন প্রার্থী, যাঁরা মানুষের কথা ভাববেন, সাংবিধানিক পন্থা মেনে তাঁরা চলবেন। চাকরি তাঁরা বিক্রি করবেন না। সরকারি কর্মচারীদের যাতে হকের প্রাপ্য বুঝিয়ে দেবেন।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘু প্রার্থী দেওয়া কিংবা হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দু প্রার্থী দেওয়ার রীতি বাম আমল থেকেই চলে আসছে। পালাবদলের পর সেই রীতিতে খুব একটা বদল আসেনি। তবে পরিসংখ্যান বলছে, সাগরদিঘি বিধানসভা এলাকায় কোনও আসনেই সংখ্যালঘু প্রার্থী জয়ী হয়নি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল দেখলে বোঝা যায় সংখ্যালঘু প্রার্থী মাফুজা খাতুনকে দাঁড় করিয়েও বিশেষ একটা সুবিধা করতে পারেনি বিজেপি। সেক্ষেত্রে তহ্বা সিদ্দিকির দাবি নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। আর সেটাই স্বীকার করে নিলেন বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি নওসাদ, বাংলার প্রথমবার নির্বাচনে লড়ে যিনি ২৬,৩৭৬ ভোটে জিতেছিলেন।