Covid Bulletin: রাজ্যে কিছুটা কমল দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যু!
Covid19: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৪ জন। মৃত্যু হয়েছে ৩৯ জনের।
কলকাতা: দৈনিক সংক্রমণ কিছুটা কমল রাজ্যে। তবে মৃত্যুর সংখ্যায় উদ্বেগের ছাপ। শনিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৪ জন। মৃত্যু হয়েছে ৩৯ জনের। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১২ জনের। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা, মৃতের সংখ্যা ১০। উল্লেখযোগ্যভাবে উত্তর দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ২ জন। কোচবিহারে মারা গিয়েছেন ১ জন। দক্ষিণবঙ্গের জেলা পুরুলিয়াতেও ২ জন মারা গিয়েছেন করোনায়। হুগলি ও পশ্চিম বর্ধমানে ৩ জন করে মারা গিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬৪ হাজার ৫৭২টি। কিছুটা কমেছে পজিটিভিটি রেট, ২৯.৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ১৩২ জন। সুস্থতার হার ৯০.৬৮ শতাংশ।
কোন জেলায় কত আক্রান্ত এক নজরে…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৫৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৮ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৪ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-২।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২০২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৬৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৮১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৬ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।
বীরভূম– গতকাল আক্রান্ত ৯৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২২ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-১।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-২।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২০১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৭৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭৯ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৯৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪৫ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-৩।
হাওড়া– গতকাল আক্রান্ত ১২২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪০ জন। মৃত্যু: শুক্রবার-৩, শনিবার-২।
হুগলি– গতকাল আক্রান্ত ১৩৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮৩ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-৩।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৪০১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৪৩ জন। মৃত্যু: শুক্রবার-৮, শনিবার-১০।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১৫৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২৯ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-২।
কলকাতা– গতকাল আক্রান্ত ৬৮৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০৮৬ জন। মৃত্যু: শুক্রবার-৭, শনিবার-১২।