Covid Update: আলোর মাঝে কালোর ছোবল! একদিনে করোনা প্রাণ কাড়ল ১৪ জনের, সংক্রমণও ৯০০ পার

Corona in Bengal: তাৎপর্যপূর্ণ ভাবে মৃত ১৪ জনের মধ্যে ৫ জনই কলকাতার, আরও পাঁচজন উত্তর ২৪ পরগনার।

Covid Update: আলোর মাঝে কালোর ছোবল! একদিনে করোনা প্রাণ কাড়ল ১৪ জনের, সংক্রমণও ৯০০ পার
বঙ্গের করোনা পরিস্থিতি একনজরে
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2021 | 8:45 PM

কলকাতা: রাজ্যে একদিনের সংক্রমণ সেই ৯০০ পার বৃহস্পতিবারও। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯১৮ জন। আলোর রোশনাইয়ে যখন ভাসছে কলকাতা থেকে প্রতিটি জেলা। স্বাস্থ্য দফতরের বুলেটিনে তখনও সংক্রমণের অন্ধকার। একদিনে করোনা প্রাণ কাড়ল ১৪ জনের। পজিটিভিটি রেট ২.২২ শতাংশ।

তাৎপর্যপূর্ণ ভাবে মৃত ১৪ জনের মধ্যে ৫ জনই কলকাতার, আরও পাঁচজন উত্তর ২৪ পরগনার। এ ছাড়াও নদিয়া, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিংয়ে সংক্রমণের বলি হয়েছেন ১ জন করে। কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছেন ২২৮ জন। এরপরই উত্তর ২৪ পরগনার নাম। এখানে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৫৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৬৩ জন। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ৩৪১ জনের।

এখন দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: বুধবার -০, বৃহস্পতিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: বুধবার- ১, বৃহস্পতিবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় ৩। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৮০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।

হুগলি– গতকাল আক্রান্ত ৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৬ জন। মৃত্যু: বুধবার-৪, বৃহস্পতিবার-৫ ।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ২৪৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩৫ জন। মৃত্যু: বুধবার-৪, বৃহস্পতিবার-৫ ।