
কলকাতা: নতুন বছরে পরপর সুখবর ভোটমুখী বাংলায়। জানুয়ারিতেই বাংলা থেকে ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। হাওড়া স্টেশন থেকে গুয়াহাটি যাবে সেই ট্রেন, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই বাংলার জন্য আরও একটি নতুন ট্রেনের ঘোষণা। এই ট্রেন চলবে শিয়ালদহ থেকে।
নতুন এই এক্সপ্রেস ট্রেন চলবে শিয়ালদহ থেকে বারাণসী পর্যন্ত। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার কথা ঘোষণা করা হয়েছে রেলের তরফে। সপ্তাহে তিনদিন চলবে আপ ও ডাউন লাইনে সেই ট্রেন। ঠিক কবে থেকে চালু হবে, তা এখনও জানানো হয়নি, তবে সময়-দিন সবটাই নির্ধারিত হয়ে গিয়েছে।
বারাণসী থেকে শিয়ালদহ আসার ট্রেনটি ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে, শিয়ালদহে পৌঁছবে পরের দিন সকাল ৯টা ৫৫ মিনিটে। আবার শিয়ালদহ থেকে যাওয়ার ট্রেন ছাড়বে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, বারাণসী পৌঁছবে পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে।
বারাণসী থেকে ট্রেন ছাড়বে রবিবার, মঙ্গলবার ও শুক্রবার করে। আর শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে সোমবার, বুধবার ও শনিবার। দুর্গাপুর, আসানসোল, পাটনা, জসিডি, মধুপুরের মতো স্টেশনগুলিতে থামবে ট্রেন। পুরীর পাশাপাশি বারাণসীও বাঙালিদের পছন্দের ডেস্টিনেশন। তাই এই ট্রেন চালু হলে উপকৃত হবেন বহু যাত্রী।
এদিকে, বন্দে ভারত স্লিপার নিয়েও উত্তেজনা তুঙ্গে। মালদহের মালদা টাউন স্টেশন থেকে ওই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী ১৭ জানুয়ারি বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহের নিত্যানন্দপুরে রয়েছে জনসভা। জনসভার মঞ্চের পাশেই থাকবে সরকারি অনুষ্ঠানের একটি মঞ্চ। সেখান থেকেই প্রধানমন্ত্রী একসঙ্গে আপ ও ডাউন দুটি ট্রেনের উদ্বোধন করবেন বলে সূত্রের খবর।