Malda: ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় মালদহ, ঠিক ১২ দিন পর মোদীর উপস্থিতিতে বাংলার বুকে তৈরি হবে নজির
নিরাপত্তা, যাত্রী সুরক্ষা ও পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সোমবার মালদা টাউন স্টেশনে হাজির হন রেল বোর্ডের চেয়ারম্যান ও সিইও সতীশ কুমার। মালদা টাউন রেল স্টেশনের উন্নয়নমূলক কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন রেলবোর্ডের চেয়ারম্যান ও সিইও সতীশ কুমার, মালদা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা।

মালদহ: বাংলার বুকে তৈরি হবে নজির। দেশের মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন ছুটবে পশ্চিমবঙ্গের বুকে। আগেই এই ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিধানসভা ভোটের মুখে এই উদ্য়োগ বাংলার জন্য বড় উপহার বলে মনে করা হচ্ছে। আর এই রাজ্যে দাঁড়িয়েই একসঙ্গে দুই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া থেকে ছেড়ে ওই ট্রেনটি যাবে অসমের গুয়াহাটি।
বন্দে ভারতের এই স্লিপার ট্রেনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যাত্রীরা। অন্যান্য ট্রেনের তুলনায় অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে এই ট্রেনে চেপে। ভিতরে থাকছে অত্যাধুনিক ব্যবস্থা।
আগামী ১৭ জানুয়ারি বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহের নিত্যানন্দপুরে রয়েছে জনসভা। জনসভার মঞ্চের পাশেই থাকবে সরকারি অনুষ্ঠানের একটি মঞ্চ। সেখান থেকেই প্রধানমন্ত্রী একসঙ্গে দুটি ট্রেনের উদ্বোধন করবেন বলে সূত্রের খবর। একটি হাওড়াগামী বন্দে ভারত স্লিপার ট্রেন ও অন্যটি কামাখ্যা।
অনুষ্ঠানের আগে সাজছে রেল। ইতিমধ্যেই অমৃত ভারত প্রকল্পের আওতায় মালদা টাউন স্টেশনের আমূল পরিবর্তন হয়েছে। চলছে আরও কাজ। আর এবার সেই মালদহ থেকেই রেলের এক ইতিহাস তৈরি হতে চলেছে। এই নিয়ে ভোটের মুখে সরগরম রাজনীতি।
নিরাপত্তা, যাত্রী সুরক্ষা ও পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সোমবার মালদা টাউন স্টেশনে হাজির হন রেল বোর্ডের চেয়ারম্যান ও সিইও সতীশ কুমার। মালদা টাউন রেল স্টেশনের উন্নয়নমূলক কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন রেলবোর্ডের চেয়ারম্যান ও সিইও সতীশ কুমার, মালদা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা।
রেলকর্তারা এদিন মালদা টাউন স্টেশনের বিভিন্ন কাজ পরিদর্শন করেন। প্লাটফর্ম, যাত্রী প্রতীক্ষালয় অন্যান্য সমস্ত কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তাঁরা। আরও কী কী কাজের প্রয়োজন, সেগুলো নিয়ে কথা বলেন রেলকর্তাদের সঙ্গে।
অন্যদিকে, এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি। সাধারণ মানুষ খুশি হলেও তৃণমূল এখানে রাজনীতিই দেখছে। তৃণমূল নেতৃত্ব এদিন সুরক্ষা ও নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে। কিছুদিন আগেই খোদ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গুরুত্বপূর্ণ জিনিস, কাগজপত্র, টাকা সহ ব্যাগ চুরি যায় ট্রেনের ফার্স্টক্লাস কামরা থেকেই। সেই কারণেই অভিযোগ তৃণমূলের।
