DGP: রাজ্যের ডিজি নিয়োগে নয়া মোড়, এবার ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ ইউপিএসসি-র
UPSC: নির্দেশ এও বলছিল, প্যানেল পাওয়ার পর রাজ্য সরকারকে দ্রুততার সঙ্গে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে। ক্যাটের নির্দেশ মেনে রাজ্য সরকার ২১ জানুয়ারি ৮ জনের নামের তালিকা পাঠায় ইউপিএসসিতে। কিন্তু তারই মাঝে রাজ্যের তালিকা পাওয়ার পরেই ইউপিএসসি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।

কলকাতা: জট যেন কিছুতেই কাটছে না। ক্রমেই আরও বেড়েই চলেছে। এবার ডিজি নিয়োগকে কেন্দ্র করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (ক্যাট) নির্দেশকে চ্যালেঞ্জ করল ইউপিএসসি। দিল্লি হাইকোর্টে মামলা করল ইউপিএসসি। ক্যাটের নির্দেশ ছিল পশ্চিমবঙ্গ সরকারকে ২৩ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ই-মেল ও বিশেষ বাহকের মাধ্যমে ইউপিএসসিতে ডিজিপি (HoPF) পদে এমপ্যানেলমেন্টের প্রস্তাব পুনরায় জমা দিতে হবে। ইউপিএসসিকে ২৮ জানুয়ারি ২০২৬-এর মধ্যে এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক ডেকে প্রযোজ্য নির্দেশিকা অনুযায়ী প্যানেল প্রস্তুত করে ২৯ জানুয়ারি ২০২৬-এর মধ্যে রাজ্যকে পাঠাতে হবে।
নির্দেশ এও বলছিল, প্যানেল পাওয়ার পর রাজ্য সরকারকে দ্রুততার সঙ্গে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে। ক্যাটের নির্দেশ মেনে রাজ্য সরকার ২১ জানুয়ারি ৮ জনের নামের তালিকা পাঠায় ইউপিএসসিতে। কিন্তু তারই মাঝে রাজ্যের তালিকা পাওয়ার পরেই ইউপিএসসি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এ দিকে ৩১ জানুয়ারি রাজীব কুমারের অবসর গ্রহণের দিন। ফলে জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।
এদিকে গত ২১ জানুয়ারি নবান্ন থেকে ৮ জনের নাম পাঠানো হয়েছে। গত ২ বছর ধরে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির পদে রয়েছেন রাজীব কুমার। চলতি মাসের শেষেই তাঁর অবসর নেওয়ার কথা। তার আগে এখনও পর্যন্ত তিনি কোনও এক্সটেনশন পাননি। সোজা কথায় তাঁর মেয়াদ বাড়ানো হয়নি। তা সত্ত্বেও তালিকায় নাম রাখা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। এমনিতে ডিজি বা এই স্তরের কোনও আধিকারিকের মেয়াদ বাড়াতে হলে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন লাগে। রাজীব কুমারের ক্ষেত্রে তা হয়নি।
