জোড়াবাগানে নৃশংস খুনে চাঞ্চল্যকর তথ্য
তার ফোনে পাওয়া যায় পর্ন ভিডিয়ো।
জোড়াবাগানে ন’বছরের শিশুকে যৌন নির্যাতনের পর গলা কেটে খুনের ঘটনায় উঠে এল দারোয়ানের যোগ থাকার সম্ভাবনা। বিকালেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় একাধিক অসঙ্গতি মেলে। তার ফোনে পাওয়া যায় পর্ন ভিডিয়ো। এরপর আরও সন্দেহ দানা বাঁধে পুলিশের।