Newtown Accident: হেলমেট ছিল, তবুও তার ওপর থেকে বাইকের ছিটকে পড়ে মাথায়! নিউটাউনে যুবকের মর্মান্তিক পরিণতি
Bike Accident: বাইক থেকে অনেকটা দূরে ছিটকে পড়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা: বেপরোয়া গতির জের। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি নিউটাউনের (Newtown) নবাবপুর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বছর তেইশের এক যুবক বাইকে নিউটাউনের দিক থেকে সেক্টর ফাইভের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাইকের গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। রাস্তা ফাঁকা ছিল, ফলে ঝড়ের গতিতে ছুটছিল বাইক। বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা মারেন।
বাইক থেকে অনেকটা দূরে ছিটকে পড়ে যান তিনি। মাথায় হেলমেট ছিল। তবু বাইকের একটি যন্ত্রাংশ ভেঙে ছিটকে তাঁর মাথায় লাগে। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ। কেন হঠাত্ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন বাইক চালক, কেবলই কি বেপরোয়া গতি নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটিকেও।
প্রত্যক্ষদর্শী বলছেন, “বাইকটা ঝড়ের গতিতে চলছিল। গতি দেখে তখনই বিপদ আশঙ্কা করেছিলাম। হঠ্ করে বাসে ধাক্কা লাগে। বাইক থেকে ছিটকে পড়ে যান যুবক। মাথায় গভীর ক্ষত লাগে। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।”
চিংড়িহাটার রাস্তাও যেন মরণফাঁদ। পঞ্চমীর রাতেই মারাত্মক দুর্ঘটনা ঘটে চিংড়িহাটা এলাকায়। এক যুবক ও এক তরুণী সাইন্সসিটির দিক থেকে বাইকে চেপে চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন। রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। মেট্রোপলিটন লেনের কাছে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে বাইকটি। সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে ছিটকে পড়ে লোহার গার্ডরেলে সজোরে ধাক্কা মারেন যুবক। দুর্ঘটনায় শরীর থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। উল্টোদিকের লেনে গিয়ে পড়েন বাইক চালক। বাইকের পেছনের সিটে থাকা তরুণী গুরুতর জখম অবস্থায় এখনও বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন। যুবকের দেহ ও বিচ্ছিন্ন হয়ে যাওয়া মুণ্ড উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
গত কয়েকমাসে লাগাতার দুর্ঘটনা ঘটছে ওই এলাকায়। কারণ সেই বেপরোয়া গতি। গত মাসের শেষে গাড়ি উল্টে মারাত্মক জখম হন জখম ২। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ধাক্কা মেরে উল্টে যায় এক গাড়ি।গাড়িতে দুই তরুণী ও দুই যুবক ছিলেন। দুর্ঘটনায় আহত হন প্রত্যেকেই।
পুলিশ সূত্রে খবর, প্রাইভেট গাড়িটি নিকোপার্কের দিক থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিল। গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল। ওই রাস্তায় নবদিগন্ত পার্কের সামনে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি।
কলকাতা পুলিশের আওতায় থাকা রাস্তায় একাধিক স্পিড লিমিটার রয়েছে। তাই চাইলেও কেউ গতির খেলায় মাততে পারে না। এর ফলেই নিয়মিত এই রাস্তা ধরার পরই অধিকাংশ গাড়ি বেপরোয়া হয়ে ওঠে। সেই গতিরই মাশুল গুনতে হচ্ছে চালকদের।
আরও পড়ুন: Khardha: দলীয় কার্যালয় থেকে ফেরার পথে ‘আক্রান্ত’ বিজেপি কর্মী, উত্তপ্ত খড়দা
আরও পড়ুন: Digha Helicopter Service Fraud: কলকাতা টু দিঘার ‘উড়ন্ত দুর্নীতি’, লালবাজারে অভিযোগ পরিবহণ দফতরের