Newtown: নিউটাউনে রাতেরবেলা এইসব? কেউ টের টুকুও পাননি, খবর পেয়েই থানায় ছুটল এলাকাবাসী
Newtown: পঞ্চায়েত সদস্য বিকাশ হালদার বলেন, "জমি কার জানি। যতদূর জানি হিডকোর জমি। বা হয়ত হিডকোর জমি। আমার কাছে খবর এল নতুন করে ঘর বানাচ্ছে কেউ। এরপর সঙ্গে-সঙ্গে আমি প্রশাসনকে জানই।

নিউটাউন: সরকারি জমিতে অবৈধ নির্মাণ। নিউটাউন যাত্রাগাছি দক্ষিণ বিবেকানন্দ পল্লীতে বাগজোলা খালপাড়ে বেআইনিভালে বাড়ি তৈরি করার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউটাউন থানার পুলিশ। বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। কে বা কারা করছিল,কার নির্দেশে এই অবৈধ নির্মাণ কাজ চলছিল তা খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ।
এলাকাবাসীর দাবি, শনিবার সকাল থেকে হঠাৎ দেখা যায় কিছু লোক বাঁশ টিন দিয়ে বাড়ি তৈরির কাজ করছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় নিউটাউন থানার পুলিশের কাছে। পুলিশ গিয়ে সরকারি জমিতে অবৈধ বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, কার নির্দেশে সরকারি জমিতে বেআইনি বাড়ি করার কাজ চলছিল।
পঞ্চায়েত সদস্য বিকাশ হালদার বলেন, “জমি কার জানি। যতদূর জানি হিডকোর জমি। বা হয়ত হিডকোর জমি। আমার কাছে খবর এল নতুন করে ঘর বানাচ্ছে কেউ। এরপর সঙ্গে-সঙ্গে আমি প্রশাসনকে জানই। অঞ্চলের দায়িত্বে দিলীপ ঘোষ আছে। তাকে জানিয়েছি। নতুন করে বাড়ি তোলার পক্ষে নই আমরা। এখানকার বহু মানুষের দাবি এই এলাকায় নতুন করে ঘর হচ্ছে।” স্থানীয় এক বাসিন্দা বলেন, “এগুলো সব সরকারি জমি। আমরা ১৯৯৯ সাল থেকে এখানে বসবাস করছি। তখন এগারোটা পরিবার ছিল। হিডকোর কাছে আমরা থাকব বলে লিস্ট জমা করি। এখন পরিবার বেড়েছে।”





