
কলকাতা: একুশে জুলাই খড়গপুরে নিয়েছিলেন বড় কর্মসূচি। তারপর থেকেই সেখানে তাঁর দাঁড়ানো নিয়ে জল্পনা তুঙ্গে। তবে কী ছাব্বিশে খড়গপুর থেকেই লড়তে দেখা যাবে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে? দিলীপ যদিও বলছেন, এ কথা কেউ জোর দিয়ে বলতে পারেন না। পার্টি ঠিক করবে। তবে এ প্রসঙ্গে অবতারণার আগে নিজের রাজনৈতিক উত্থান নিয়েও বেশ কিছু কথা শোনা যায় দিলীপের মুখে। শেষ লোকসভা ভোটে দুর্গাপুরে হার নিয়েও ফের মুখ খুলতে দেখা যায়।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “পার্টি আমাকে ৩ বার প্রার্থী করেছে। আমি টিকিট চাইনি। পদ চাইনি। তাও দিয়েছে। অমিত শাহ বলেছেন বড় নেতাদের ভোটে লড়তে হবে। আমি মাত্র ৬ মাস সভাপতি ছিলাম। পার্টি বলেছে বলে ভোটে লড়েছি।” এরপরই তাঁর সংযোজন, “আমাকে তখন চয়েজ জিজ্ঞাসা করেছিল। আমি বিধানসভা ভোটে খড়গপুর চয়েজ করেছি। পরের বার আবার চয়েজ জিজ্ঞাসা করল। আমি মেদিনীপুর বলেছিলাম। দু’বারই জিতেছি। লাস্ট বার আমাকে কেউ চয়েজ জিজ্ঞাসা করেনি। ফলাফল আপনারা দেখে নিয়েছেন।”
প্রসঙ্গত, শেষ লোকসভা ভোটে দুর্গাপুরে তৃণমূলের কীর্তি আজাদের কাছে বড়সড় ধাক্কা খেতে হয় তাঁকে। মুখ থুবড়ে পড়ে বিজেপি। কেন তাঁকে আচমকা দুর্গাপুরে পাঠানো হল তা নিয়ে দলের ভিতরে-বাইরে জল্পনা কম হয়নি। এবার কী ভাবছেন দিলীপ? বলছেন, “পার্টিকে আমি বলে দিয়েছি যদি আমাকে ভোটে লড়তে বলেন আমি লড়ব। আমি যেভাবে সংগঠন তৈরি করেছি তারপর আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। পার্টি বলেছিল বলে ভোটে লড়েছি।”