AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata deadbody Recover: ফ্ল্যাটে থাকতেন একাই, এন্টালি থেকে উদ্ধার বৃদ্ধার দেহ

Tangra: শনিবার প্রতিবেশীরা ডাকতে গিয়ে কোনও সাড়া পাচ্ছিলেন না। সেই সময়ই তাঁদের সন্দেহ হয়। এন্টালি থানাকে খবর দিলে থানার পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে মহিলার দেহ উদ্ধার করে। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে গোটা ঘটনা ঘটিয়ে দেখছে পুলিশ।

Kolkata deadbody Recover: ফ্ল্যাটে থাকতেন একাই, এন্টালি থেকে উদ্ধার বৃদ্ধার দেহ
মৃতদেহ উদ্ধারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 19, 2025 | 12:09 PM
Share

কলকাতা: ছেলে থাকতেন বাইরে। সেখানেই সেটেল্ড। আর কলকাতার এন্টালিতে একাই থাকতেন মা। সেখান থেকেই উদ্ধার দেহ। অচৈতন্য অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর দেহ। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃতের নাম রেখা সাহা (৫৭)। তিনি শনিবার ৪৭ সি পটারি রোডে থাকতেন। বৃদ্ধার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এর মধ্যে ছেলে ইউএসএতে (USA) থাকতেন কর্মসূত্রে। আর মেয়ের বিয়ে হয়েছে বিহারে। শনিবার প্রতিবেশীরা ডাকতে গিয়ে কোনও সাড়া পাচ্ছিলেন না। সেই সময়ই তাঁদের সন্দেহ হয়। এন্টালি থানাকে খবর দিলে থানার পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে মহিলার দেহ উদ্ধার করে। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে গোটা ঘটনা ঘটিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, রেখা দেবীর খাওয়া-দাওয়া জল ওষুধপত্র তাঁর ছেলে সমস্ত কিছুই অনলাইনের মাধ্যমে ইউএসএ থেকে ব্যবস্থা করতেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “উনি একাই থাকতেন। সেই কারণে কেয়ারটেকাররা খবর রাখতেন। কাল সকালে গিয়ছিলাম দেখা করতে। কিন্তু অনেকক্ষণ ডাকাডাকির পরও খোঁজ মেলেনি। তখন সন্দেহ হয়। ভিতর থেকে সবটা আটকানো অবস্থায় ছিল। আমরা তখনই বুঝে যাই যে কিছু একটা ঘটেছে। সঙ্গে-সঙ্গে পুলিশকে খবর দিই। আর খবর দেওয়া হয় ওঁর ভাইকে। উনি এখানেই থাকেন। খবর পেতেই চলে আসেন। আমকা ওঁর ছেলে ও মেয়েকেও সব বিষটা জানিয়েছি ফোন করে। ওঁরাও দ্রুত আসবে।”