‘ভুয়ো ভ্যাকসিন কাণ্ড যে বিজেপির চক্রান্ত না তার কি প্রমাণ আছে?’ প্রশ্ন মমতার

Fake Vaccine Mamata: ভুয়ো টিকাকরণ ক্যাম্পের বিষয়টি সাজানো ঘটনা নয়তো! তিনি স্পষ্টভাবে আঙুল তোলেন বিজেপির দিকে।

'ভুয়ো ভ্যাকসিন কাণ্ড যে বিজেপির চক্রান্ত না তার কি প্রমাণ আছে?' প্রশ্ন মমতার
ছবি-ফেসবুক
Follow Us:
| Updated on: Jun 30, 2021 | 4:11 PM

কলকাতা: দিনদুয়েক আগে সাংবাদিক বৈঠকে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পাণ্ডা দেবাঞ্জন দেবকে ‘সন্ত্রাসবাদীদের থেকেও ভয়ঙ্কর’ বলে আখ্যা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে দিলেন, ভুয়ো টিকাকরণ ক্যাম্পের বিষয়টি সাজানো ঘটনা নয়তো! তিনি স্পষ্টভাবে আঙুল তোলেন বিজেপির দিকে। দাবি করেন, ঘটনা সাজিয়ে বিজেপি রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা করছে। ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে রাজ্য কড়া পদক্ষেপ করলেও কেন্দ্রীয় সরকার প্রতিটি বিষয় নাগাড়ে হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের প্রসঙ্গ টেনে রাজ্যে টিকা বণ্টনে দুর্নীতি হচ্ছে বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। এই মর্মে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে একটি চিঠিও দেন তিনি। সেই চিঠির প্রেক্ষিতে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের একটি কড়া চিঠি আসে নবান্নে। মুখ্যসচিবকে উদ্দেশ্য করে সেই চিঠিতে লেখা হয়, শুভেন্দুর তোলা অভিযোগ নিয়ে রাজ্যকে দু’দিনের মধ্যে নিজের অবস্থান জানাতে হবে। এই প্রসঙ্গে উঠতেই ক্ষোভে ফেটে পড়েন মমতা। উত্তর প্রদেশ-সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে প্রচুর পরিমাণে টিকা পেলেও কেন্দ্রীয় সরকার এখনও রাজ্যকে যথেষ্ট সংখ্যক ভ্যাকসিন দিচ্ছে না বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিনের বিষয়টি উঠতেই মমতা বলেন, “ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিজেপির কেউ কেউ জড়িত। সময় মতো সব তথ্য প্রকাশ্যে আসবে।” একই সঙ্গে তাঁর প্রশ্ন, “এটা যে বিজেপির চক্রান্ত না তার কি প্রমাণ আছে?” মমতার স্পষ্ট দাবি, “এই ঘটনায় রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই। নালিশ আসার সঙ্গে সঙ্গে যে পদক্ষেপ আমরা করেছি। এই ধরনের পদক্ষেপ আর কেউ কোনওদিন করা সাহস পায়নি। আর এখানে একটা পরিকল্পনা চলছে চক্রান্ত করে। বিজেপি কিছু এজেন্সিকে দিয়ে লোক সাজিয়ে, নিজের লোক তৈরি করে, কেন্দ্রীয় সরকারের নির্দেশে, বাংলাকে বদনাম করে যাচ্ছে।”

আরও পড়ুন: ‘ভু্য়ো কমিশনারকে চিনতে পারলেন না?’ রাজ্যকে ধমক দিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

যাঁরা ভুয়ো ভ্যাকসিন পেয়েছেন, তাঁদেরকেও রাজ্য সরকারের পক্ষ থেকে আসল টিকা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মমতা। তিনি বলেন, “তাঁদের যে টিকা দেওয়া হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি সেটা কোভিডের ইঞ্জেকশন নয়। যদিও সৌভাগ্যবশত কারোর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সরকার দায়িত্ব নিয়ে তাঁদের টিকা দিয়ে দেবে।”

আরও পড়ুন:  শুভেন্দুর চিঠির পরই ভুয়ো ভ্যাকসিন নিয়ে তৎপর কেন্দ্র, ৪৮ ঘণ্টার মধ্যে জবাব তলব রাজ্যের কাছে