AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake CBI: লাখ লাখ টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ভুয়ো CBI অফিসার

Fraud Case: এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক অতীতে ভুয়ো সিবিআই গ্রেফতার হয়েছিল। এবার রাজারহাট থানার পুলিশের হাতে হাওড়া থেকে গ্রেফতার হল আরও এক ভুয়ো সিবিআই অফিসার।

Fake CBI: লাখ লাখ টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ভুয়ো CBI অফিসার
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 4:25 PM
Share

কলকাতা: শহরতলিকে ফের ভুয়ো সিবিআই (Fake CBI) অফিসারের হদিশ। পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে রাজারহাট এলাকার অস্থায়ী বাসিন্দা এক ব্যক্তিকে সাড়ে ১০ লাখ টাকা প্রতারণার অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই এক অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজারহাট (Rajarhat) থানার পুলিশ। হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তি। ধৃতের নাম শুভজিৎ বারুই। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির থেকে ভুয়ো সিবিআই অফিসার হিসেবে এক জাল পরিচয়পত্রও পাওয়া গিয়েছে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। প্রসঙ্গত, রাজ্যে একাধিক ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই তদন্তকারী অফিসাররা। আর এরই সুযোগেই প্রতারকরা নিজেদেরে সিবিআই অফিসার পরিচয় দিয়ে লোক ঠকানোর কারবারে নেমে পড়েছে। এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক অতীতে ভুয়ো সিবিআই গ্রেফতার হয়েছিল। এবার রাজারহাট থানার পুলিশের হাতে হাওড়া থেকে গ্রেফতার হল আরও এক ভুয়ো সিবিআই অফিসার।

পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, বিপ্লব অধিকারী নামে রাজারহাট এলাকার ওই অস্থায়ী বাসিন্দা গত ২৫ মার্চ পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছিলেন। তাঁর বক্তব্য, গত ফেব্রুয়ারিতে চিনার পার্কে একটি হোটেলে গিয়ে তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল শুভজিৎ বারুইয়ের। ওই ব্যক্তি নিজেকে সিবিআই অফিসার হিসেবে পরিচয় দিয়েছিল। আলাপ জমানোর পর পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে টাকা নিয়েছিল বিপ্লবের থেকে। সব মিলিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। এদিকে টাকা নেওয়ার পর দীর্ঘদিন কেটে গেলেও অভিযুক্ত ওই ব্যক্তি প্রতিশ্রুতি মতো কাজ করে দিচ্ছিল না।

অবশেষে উপায় না পেয়ে রাজারহাট থানার দ্বারস্থ হন বিপ্লব অধিকারী নামে ওই ব্যক্তি। লিখিত অভিযোগ জানান পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশন ধরে সোমবার হাওড়া থেকে শুভজিৎ বারুইকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে বারাসাত আদালতে পেশ করা হয়। ধৃত ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখছে রাজারহাট থানা পুলিশ।