AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NIA: পাকচর-কাণ্ডে জুড়ল কলকাতার নামও! তপসিয়ার হোটেল থেকে একজনকে তুলল NIA

NIA: এরপর ডায়মন্ড-হারবার রোডের একটি ট্যুর এবং ট্রাভেলসের দোকানে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। এরপর পার্ক-সার্কাস থেকে ওই নিরাপত্তারক্ষীকে আটক করেন NIA আধিকারিকরা। জানা গিয়েছে, ওই ব্য়ক্তি এক মাসের বেশি তপসিয়ার হোটেলে রক্ষীর কাজ করতেন।

NIA: পাকচর-কাণ্ডে জুড়ল কলকাতার নামও! তপসিয়ার হোটেল থেকে একজনকে তুলল NIA
এই হোটেল থেকেই আটকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 31, 2025 | 6:14 PM
Share

কলকাতা: শনিবার সকাল থেকেই দেশের পনেরোটি জায়গায় চলছিল তল্লাশি। তার মধ্যে ছিল কলকাতাও। আর এবার পাকচর সন্দেহে কলকাতার তপসিয়া থেকে আটক এক। তিনি পেশায় হোটেলের নিরাপত্তারক্ষী। নিউটাউনে এনআইএ-র অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্প্রতি, পাক-গুপ্তচর বৃত্তির অভিযোগে সিআরপিএফ জওয়ান মোতিরাম জাট গ্রেফতার হয়েছেন। লাগাতার তাঁকে জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা। তাঁর থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। আজ শনিবার কলকাতার পার্ক-সার্কাস, মোমিনপুর, একবালপুরে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি।

এরপর ডায়মন্ড-হারবার রোডের একটি ট্যুর এবং ট্রাভেলসের দোকানে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। এরপর পার্ক-সার্কাস থেকে ওই নিরাপত্তারক্ষীকে আটক করেন NIA আধিকারিকরা। জানা গিয়েছে, ওই ব্য়ক্তি এক মাসের বেশি তপসিয়ার হোটেলে রক্ষীর কাজ করতেন। হোটেলের অন্য আর এক নিরাপত্তারক্ষী বলেন, “আমরা চুক্তি ভিত্তিক কর্মী। আমাদের কাজ সময়ে সময়ে পরিবর্তন হয়। ওর বাড়ি এই আশপাশেই হবে। ১ মাস নয়দিনের মতো কাজ করছিলেন।” হোটেলের এক কর্মী বলেন, “ওই ব্যক্তি সিকিউরিটির কাজ করতেন। খুব কম সময়েই কাজ করেছেন এখানে। ওকে আজ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।”