Pathuriaghata: অনর্থ হয়ে গেল পাথুরিয়াঘাটার TMC পার্টি অফিসে, ভিতরে ঢুকতেই মাথায় হাত কাউন্সিলরের স্বামীর

Kolkata: তৃণমূল কাউন্সিলরের স্বামী কার্যালয় খুলে ভিতরে ঢুকতেই মাথায় হাত দেওয়ার জোগাড়। চেয়ার কোথায় গেল? উঠল খোঁজ-খোঁজ রব। খবর যায় পাথুরিয়াঘাটার পুলিশের কাছে।এলাকার সিসিটিভি-তে ধরাও পড়েছে চোরের চেয়ার চুরির ছবি।

Pathuriaghata: অনর্থ হয়ে গেল পাথুরিয়াঘাটার TMC পার্টি অফিসে, ভিতরে ঢুকতেই মাথায় হাত কাউন্সিলরের স্বামীর
এ কী কাণ্ড!Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2024 | 5:31 PM

কলকাতা: খাস কলকাতায় যখন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টাকে নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। সেই সময় ঘটে গেল তৃণমূল পার্টি অফিসে ঘটে গেল অনর্থ। এবার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহার পার্টি অফিস থেকে চুরি গেল মুল্যবান সামগ্রী। কী জানেন?

অভিযোগ, ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহার পার্টি অফিসের চাবি থাকে পাশের একটি পনিরের দোকানে। সেখানেই আসে এক দুষ্কৃতী। সে দোকানদারের কাছ থেকে বোরো অফিসের কর্মী পরিচয় দিয়ে পার্টি অফিসের চাবি চায়। পনির বিক্রেতার দাবি, ওই দুষ্কৃতী তাঁকে জানায় পার্টি অফিস থেকে ডেঙ্গির ফ্লেক্স ও ব্যানার নেবে। বিশ্বাস করে পার্টি অফিসের চাবিও দিয়ে দেন পনির বিক্রেতা।

অভিযোগ, এরপরই দামি-দামি সব চেয়ার নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। প্রায় ১২টি চেয়ার চুরি গিয়েছে বলে খবর। তৃণমূল কাউন্সিলরের স্বামী কার্যালয় খুলে ভিতরে ঢুকতেই মাথায় হাত দেওয়ার জোগাড়। চেয়ার কোথায় গেল? উঠল খোঁজ-খোঁজ রব। খবর যায় পাথুরিয়াঘাটার পুলিশের কাছে। এলাকার সিসিটিভি-তে ধরাও পড়েছে চোরের চেয়ার চুরির ছবি। যদিও, কাউন্সিলর ইলোরা সাহা বলেন, “১২টা চেয়ার চলে গিয়েছে। আমরা পুলিশে অভিযোগ জানালেও পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না।”