Rain Forecast: রাতেই বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে, ঘন ঘন বজ্রপাতের সম্ভাবনা
Rain Forecast: আবহাওয়া দফতর বলছে, ভারী বৃষ্টির খেলা শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। ১৬, ১৭ এবং ১৮ তারিখ উত্তরবঙ্গে ভারী এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তার আগে ১৩, ১৪, ১৫ তারিখ পশ্চিমের ৩ জেলা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
কলকাতা: পূর্বভাস ছিলই। তা সত্যিই করেই সন্ধ্যা থেকেই রাজ্য়ের নানা প্রান্তে দেখা গেল বিক্ষিপ্ত বৃষ্টির ছবি। রাতে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ঘন ঘন বাজ পড়তে পারে, সতর্কতা আবহাওয়া দফতরের। হাওড়াতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এদিন বিকেল-সন্ধ্যায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ছিল। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাও জানিয়েছিল হাওয়া অফিস। ঘন ঘন বাজ পড়তে পারে বলেও জানানো হয়েছিল। সেই পূর্বাভাসও আংশিকভাবে মিলেছে। ৩ জেলায় জারি কমলা সতর্কতাও জারি হয়েছে।
সোজা কথায়, এদিন দক্ষিণের মোটামুটি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবারের জন্যও রয়েছে একই পূর্বাভাস। তবে আবহাওয়া দফতর বলছে, ভারী বৃষ্টির খেলা শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। ১৬, ১৭ এবং ১৮ তারিখ উত্তরবঙ্গে ভারী এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তার আগে ১৩, ১৪, ১৫ তারিখ পশ্চিমের ৩ জেলা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মৃদু তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কিন্তু, তিন দিনের মধ্যে অর্থাৎ ১৫ তারিখ ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ারও দেখা মিলতে পারে। তবে উত্তরের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস।