Partha Chatterjee: ‘ভুল ধরলে কেঁদে কূল পাবেন না’, CBI-কে কড়া ভর্ৎসনা বিচারকের
Partha Chatterjee: শনিবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তাঁর তরফে জামিন চেয়েছেন। সেই মামলার শুনানি হবে আগামী ৮ সেপ্টেম্বর।
কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় কেন্দ্রীয় সংস্থা সিবিআই-কে কড়া ভাষায় ভর্ৎসনা করলেন বিচারক। বিশেষ সিবিআই আদালতে আজ পেশ করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। মামলার নতুন ডেভেলপমেন্ট কী আছে, তা জানতে চেয়ে এদিন সিবিআই-কে প্রশ্ন করেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। পার্থর জামিনের বিরোধিতা করতে গিয়ে কার্যত প্রশ্নের মুথে পড়তে হয় সিবিআই-কে। এদিন আদালতে পেশ করা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় আর এক অভিযুক্ত শান্তি প্রসাদ সিনহাকেও।
এদিন বিচারক অর্পণ চট্টোপাধ্যায় সিবিআই-কে বলেন, ”আপনি কি আমার অর্ডারটা পড়েছেন? এক এক করে ভুল ধরলে কেঁদে কূল পাবেন না।” তিনি আরও প্রশ্ন করেন, ”কেন সময় নষ্ট করছেন? কেস ডায়েরি দেখুন। আমাকে বোকা ভাববেন না।” তদন্ত কোন পথে আছে, নতুন কী তথ্য় আছে, তাও জানতে চান বিচারক। এই প্রথমবার নয়, আগেও নিয়োগ দুর্নীতির মামলায় আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআই-কে।
শনিবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তাঁর তরফে জামিন চেয়েছেন। সেই মামলার শুনানি হবে আগামী ৮ সেপ্টেম্বর। পাশাপাশি পার্থর আইনজীবী আদালতে জানান, পার্থবাবুর ব্যাঙ্কে জমা রাখা তিনটি ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হয়েছে। সেই টাকা চেক মারফত তোলার আবেদন করা হয়েছে পার্থর তরফে। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন। শুনানি শেষে পার্থকে ফের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর অবধি জেল হেফাজতে থাকবেন পার্থ। এক বছরের বেশি সময় ধরে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন প্রাক্তন মন্ত্রী। বারবার জামিনের আবেদন জানিয়েও ফিরতে হয়েছে তাঁকে।