কলকাতা: ৮ মাস হতে চলল জেলবন্দি তিনি। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সংস্থার হাতে যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের সূত্রেও সামনে এসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম। তবে নিজের অবস্থানে অনড় পার্থ চট্টোপাধ্যায়। ভুয়ো নিয়োগের ভূরি ভূরি তালিকা যখন আদালতের সৌজন্য প্রকাশ্যে আসতে শুরু করেছেন, তখন পার্থর বক্তব্য, নিয়োগ তিনি করেননি। তিনি তো মন্ত্রী ছিলেন, তাই স্বশাসিত বোর্ডের নিয়োগে তাঁর কোনও হাত ছিল না। বৃহস্পতিবার আদালত থেকে বেরনো সময় একথা বলতে শোনা গিয়েছ তাঁকে।
শুক্রবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় শুনানি ছিল ব্যাঙ্কশাল আদালতে। পার্থ সহ মোট ১৩ জন অভিযুক্ত হাজিরা দিয়েছিলেন এদিন। গাড়ি থেকে নেমে আদালতে প্রবেশ করার সময় কোনও প্রশ্নেরই উত্তর দিতে চাননি পার্থ চট্টোপাধ্যায়। তবে শুনানি শেষে ঘনিষ্ঠ মহলে তিনি বলেন, ‘আমি নিয়োগকর্তা নই। আমি মন্ত্রী ছিলাম। আমি কোনও বেআইনি কাজকে সমর্থন করিনি। করবও না। বোর্ড চলে নিজস্ব আইন ও বিধি দ্বারা।’
তবে পার্থর আলাদাভাবে কথা বলা হয়নি এদিন। এর আগে গত মঙ্গলবারের শুনানিতে প্রাক্তন মন্ত্রী জানিয়েছিলেন, আদালতে সশরীরে হাজির হয়ে কিছু বলতে চান তিনি। সেই অনুমতিও দিয়েছিলেন বিচারক। তবে এদিন সেই সুযোগ পাননি তিনি। বৃহস্পতিবার গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হয়নি। আগামী ২৩ মার্চ সেই শুনানির দিন ধার্য হয়েছে। সেদিনই আলাদাভাবে নিজের বক্তব্য জানানোর সুযোগ পাবেন পার্থ।
এত মাস পর পার্থ চট্টোপাধ্যায় আলাদাভাবে আদালতে কী বলতে চান, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কারও নাম নাকি কোনও বিশেষ অভিযোগ? কী বলার আছে? সেই জল্পনার মাঝেই বৃহস্পতিবার বোঝা গেল নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া পার্থ।